বিপিএলের শেষ চারে যেতে দলগুলোর যে সমীকরণ
Published: 25th, January 2025 GMT
ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রোববার। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচে জিতলেই বরিশালের একপ্রকার শেষ চার নিশ্চিত হয়ে যাবে। বরিশালের সামনে বাকি আছে ৪ ম্যাচ। দুটিতে জিতলে পুরোপুরি নিশ্চিত হবে শেষ চার। এমনকি প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত হতে পারে দলটির।
দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহী মুখোমুখি হবে। রংপুরের শেষ চার নিশ্চিত হয়ে গেছে। তাদের হাতে আছে তিন ম্যাচ। অন্যদিকে দুর্বার রাজশাহীর আছে দুই ম্যাচ। রংপুরকে হারাতে না পারলে তাসকিনদের জন্য শেষ চারে যাওয়া কঠিন হয়ে যাবে। তবে সুযোগ শেষ হয়ে যাবে না।
২৭ জানুয়ারি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। খুলনার সামনে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে বরিশাল, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ আছে তাদের। অন্তত দুটি জয়ের চ্যালেঞ্জ নিতে হবে মিরাজদের।
রংপুর ও বরিশালের পর শেষ চারে যাওয়ার জন্য ভালো অবস্থানে আছে চট্টগ্রাম কিংস। ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট তাদের। বাকি তিন ম্যাচ তারা খেলবে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও বরিশালের বিপক্ষে। দুই ম্যাচ জিতলে দলটির শেষ চারের পথ সহজ হবে। একটি জিতলেও থাকবে ভালো সুযোগ।
শেষ চারে যাওয়ার সুযোগ টিকে আছে ঢাকারও। তবে বরিশাল ও খুলনার বিপক্ষে অবশ্যই জিততে হবে। তাতেও নিশ্চিত হবে না শেষ চার। তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। ২৯ জানুয়ারি বরিশালের বিপক্ষে হারলেই শেষ হবে তাদের সুপার ফোরের আশা। গল্পটা একই রকম সিলেটের জন্যও। তারা বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামকে হারিয়ে দিলে শেষ চারের আশা করতেই পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, জিরো পয়েন্ট অবরোধ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাছুদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে খুলনার জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল তিনটায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন। এ সময় খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধ ও তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়কের একপাশে সমাবেশ করেন।
এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে আজ সকাল থেকে ক্লাস বর্জন করেন খুবি শিক্ষার্থীরা। ফলে খুবির অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি।
এছাড়া কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।