গতবছরটা (২০২৪) ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাছাড়া এক বছরে সবচেয়ে বেশি (৬৭৩) আন্তর্জাতিক কুড়ি ওভারের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে গেল বছরটাতে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের চ্যাম্পিয়ন। স্বাভাবিকভাবে আইসিসির ঘোষিত এবারের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে আধিক্য ভারত দলের। রোহিত শর্মা সহ আছেন আরও তিন ক্রিকেটার। তবে নেই বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম।

অথচ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও জিম্বাবুয়ের একজন ক্রিকেটার আছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। দেশের হয়ে কুড়ি ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেটে ধারাবাহিকভাবে আলো ছড়ানোর পুরস্কার পেলেন সিকান্দার রাজা। পরপর দুই বছর এই সংস্করণের বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। রাজার মতো আরও চারজন জায়গা পেয়েছেন ২০২৩ সালের সেরা দল থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের চারজন বর্ষসেরা একাদশে জায়গা পেলেও রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকা দলের একজনও নেই বর্ষসেরা দলে! নেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের কেউও। তবে একজন করে খেলোয়াড় আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

আরো পড়ুন:

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার 

ভারতের বিশ্বকাপজয়ী কাপ্তান রোহিতের সাথে স্বদেশি হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিংও বর্ষসেরা পুরুষ দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে রোহিতই বর্ষসেরা দলটির অধিনায়ক।
অন্যদের মধ্যে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, তিন নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট, চারে পাকিস্তানের বাবর আজম, পাঁচে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ছয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা জায়গা পেয়েছেন। বোলিং বিভাগে দুই স্পিনার হিসেবে জায়গা হয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক, ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অর্শদীপ সিং (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)।
 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স আইস স র

এছাড়াও পড়ুন:

আইপিডিসি ফাইন্যান্সের এজিএমের সময় পরিবর্তন

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির এজিএম ২ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে কোম্পানিটির এজিএমের সময় পরিবর্তন আনা হয়েছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৮ মে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৮ টাকা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৩ টাকা।

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সন্তানেরা পাবে পোষ্য শিক্ষাবৃত্তি
  • ফুটবলার মোরসালিনের বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর মামলা প্রত্যাহার
  • আইপিডিসি ফাইন্যান্সের এজিএমের সময় পরিবর্তন
  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • বাটা সুর ৪৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • রাষ্ট্র পাপ করলে রক্ত দিয়ে পরিস্কার করতে হয়: ব্যারিস্টার ফুয়াদ
  • লরিয়াসে বর্ষসেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল
  • ঢাকাবাসী গত ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছেন
  • ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা