পাবনায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Published: 25th, January 2025 GMT
পাবনার আতাইকুলায় মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাত থেকে শনিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আতাইকুলা থানার ওসি সালাউদ্দিন কাদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- আতাইকুলা থানার দুবলিয়া ক্যাম্পপাড়া গ্রামের শাজাহান খানের ছেলে শাওন রেজা খান (৩২), নতুনপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩১), শ্রীকোল গ্রামের মুনু ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩১), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে তপু রায়হান (৩৫), বিল্লাল মৃধার ছেলে শাকিল মৃধা (১৭)।
আরো পড়ুন:
গাইবান্ধায় রেললাইনের পাশে মরদেহ
তোফাজ্জল হত্যাকাণ্ড আবরারের ঘটনাকেও হার মানায়
আতাইকুলা থানার ওসি সালাউদ্দিন কাদের জানান, গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার শ্রীকোল বাজার থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি শ্রীকোল ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। ঘটনার পর পুলিশ অভিযানে নামে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঠনটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইনসভা ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে চায় এনসিপি
সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল এনসিপি একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান তিনি।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।’’
বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপি আহ্বায়ক।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিপ্লব ঘটেছে। নতুন রাজনীতিতে চাঁদাবাজদের স্থান হবে না, হানাহানি-টেন্ডারবাজি চলবে না।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী যত শক্তি আছে, সবাই এক হয়ে দেশের জন্য কাজ করবে। আমাদের রাজনৈতিক মিশন-লক্ষ্য আলাদা হতে পারে। তবে, আমরা এটা বলতে পারি যে আমরা আজ এখানে যারা সবাই ফ্যাসিবাদবিরোধী পক্ষ।’’
আখতার হোসেন বলেন, ‘‘বাংলাদেশে যারা জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক হওয়ার অনুরোধ জানাচ্ছি।’’
ঢাকা/হাসান/রাজীব