মুক্তির আগেই চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা
Published: 25th, January 2025 GMT
হৃতিক রোশনের ‘ফাইটার’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল। অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে ‘স্কাই ফোর্স’ দেখা যাবে না।
আগামী ২৪ জানুয়ারি বিশ্ব ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘স্কাই ফোর্স’। এতে অক্ষয় ছাড়াও রয়েছেন সারা আলী খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ আরও অনেকে অভিনয় করেছেন। কিন্তু মুক্তির আগেই এল নিষেধাজ্ঞা।
সংবাদ প্রকাশের পর অনেকের দাবি, ‘স্কাই ফোর্স’ নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও হাতিয়ার বানিয়েছে। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতার সময় থেকে দুই দেশের বৈরিতা। সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না ওই অংশের দেশগুলো। সিনেমা দেখানো সমীচীন মনে করছে না তারা। এমনই জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
তিনি জানিয়েছেন, ‘ফাইটার’ বা ‘রুস্তম’ ছাড়া এর আগে একই কারণে একাধিক ছবি পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ (২০২৪) ছবিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ২০২৩-এর দীপাবলিতে মুক্তি পাওয়া ছবি ‘টাইগার ৩’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল। ২০২২-এ বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে।
যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেসমালোচক এবং সিনেবিশেষজ্ঞেরা ছবি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন।
তাদের দাবি, “স্কাই ফোর্স’-এ নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ দেখানো হয়নি। সাম্প্রতিক কোনও হিন্দি ছবিতেই এই ধরনের কোনও বার্তা বা দৃশ্য দেখানো হয়নি। ফলে, পশ্চিম এশিয়ায় এই নিষেধাজ্ঞা বিরাট বিস্ময়।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন ষ দ ধ কর
এছাড়াও পড়ুন:
আনোয়ারায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিএবি সড়কের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এই নারীর লাশ উদ্ধার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এই নারীর লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, রাতে কেউ এই নারীকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি মো. মনির হোসেন বলেন, “লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
চট্টগ্রমা/রেজাউল/সাইফ