ঢাবির প্রশ্নে ‘বৈষম্যবিরোধী, খালেদা জিয়া, ড. ইউনূস, আবু সাঈদ, ফ্যাসিস্টের পতন’
Published: 25th, January 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে ‘বৈষম্যবিরোধী’, বেগম খালেদা জিয়ার দেশের প্রথম ফ্লাইওভার উদ্বোধন, ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্য তত্ত্ব, আবু সাঈদের স্মরণে উন্নত মমশির শিল্পকর্ম, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়াদি স্থান পেয়েছে। এ ছাড়া ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিম পতনের একটি বর্ণনা নিয়ে লিখিত অংশে একটি অনুচ্ছেদ অনুবাদ এসেছে।
শনিবার দেশব্যাপী আটটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি অভীক্ষা (এমসিকিউ) বাংলা অংশে এসেছে, ‘বৈষম্যবিরোধী- শব্দটি যে সমাসে নিষ্পন্ন’, সাধারণ জ্ঞান অংশে এসেছে-‘ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? অপশনে ছিল জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ’; ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার-এটি ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন।
আরও প্রশ্ন এসেছে-‘তিন শূন্যের অন্তর্ভূক্ত নয় কোনটি? অপশনে ছিল ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা’। ড.
আরেকটি প্রশ্নে এসেছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম-অপশনে ছিল ‘উন্নত মমশির, অকুতোভয়, বিদ্রোহী, দূরন্ত’; আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির, বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন।
সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে-‘বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?’, ২০১১ সালে আওয়ামীলীগ সরকারের সময়ে করা পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সম্প্রতি এটি পুনর্বহাল করেছে হাইকোর্ট।
এ ছাড়াও এমসিকিউ এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, ২৫ তম প্রধান বিচারপতি কে? উত্তর বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে; ‘মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে?’ আরেকটি প্রশ্ন এসেছে-‘কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠী মুসলিম?’ উত্তর হলো-পাঙন।
লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয়। অনুচ্ছেদটি ৫ আগস্টের ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ণনা নিয়ে। এতে ইংরেজিতে উল্লেখ করা হয়, ‘শেষ বিকেলে, ঢাকার সড়কে মানুষের ঢল নামে; তারা ছিলেন উৎফুল্ল। কেউ পরিবারের সঙ্গে; কেউ বন্ধুদের সঙ্গে। তারা ঢাক-ঢোল বাজিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্বৈরশাসককে দুয়োধ্বনি দিতে থাকেন। এটি ছিল ছাত্রদের বিজয়, জনগণের বিজয়! দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়ে জনগণ উল্লসিত।’
এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো রকম কোনো অভিযোগ আমরা পাইনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। আমরা শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখে নাতি-নাতনিদের কোটা বাদ দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ড ইউন স পর ক ষ সরক র
এছাড়াও পড়ুন:
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করবেন যেভাবে
সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার নতুন সুবিধা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের বার্তা ও ছবিযুক্ত স্ট্যাটাসে সর্বোচ্চ ১৫ সেকেন্ড এবং ভিডিও স্ট্যাটাসে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত পছন্দের গানের অংশ যোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
স্ট্যাটাসে গান যোগ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ অপশন নির্বাচন করে পছন্দের ফরম্যাটে স্ট্যাটাস তৈরি করতে হবে। চাইলে নতুন ছবি বা ভিডিও ধারণের জন্য ক্যামেরাও ব্যবহার করা যাবে। এবার মিডিয়া নির্বাচনের পর পর্দার ওপরে থাকা ‘মিউজিক’ আইকনে ক্লিক করে তালিকা থেকে বা সার্চ করে পছন্দের গান নির্বাচন করতে হবে। গান নির্বাচনের পর ডান বাটনে ক্লিক করে নিচে থাকা সবুজ আইকনে ট্যাপ করলেই গানসহ স্ট্যাটাস তৈরি হয়ে যাবে।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪