বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি হিসেবে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি- এনআরবি) নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ওবায়দুল হক চৌধুরী। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ১৮ ডিসেম্বর ঢাকার উসমানী মেমোরিয়াল অডিটোরিয়ামে সিআইপি সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আজমানে মোমেনিন উইমেন্স অ্যাসোসিয়েশনে ৬১ জন আমিরাতপ্রবাসী সিআইপিকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাই কনসুলেট জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এবং আজমানের শাসকের ছেলে শেখ মোহাম্মদ সাঈদ রশিদ হুমাইদ।

ওবায়দুল হক চৌধুরী সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সে দেশে ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে ২০০৯ সালে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথমে স্বল্প পরিসরে ঠিকাদারি করলেও বর্তমানে আমিরাতে একাধিক লাইসেন্স ও গাড়ির ওয়ার্কশপের মালিক ওবায়দুল হক চৌধুরী।

ওবায়দুল হক চৌধুরীর কনস্ট্রাকশন কোম্পানিতে শতাধিক কর্মচারী আছেন। আরব আমিরাতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও প্লাম্বিং ওয়ার্ক সেক্টরে অনেক বাংলাদেশির কর্মসংস্থান করেছেন এই প্রবাসী। 

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স আইপ

এছাড়াও পড়ুন:

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

১৩৩ কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র।

সিআইডি জানায়, তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ