শেরপুরে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি
Published: 25th, January 2025 GMT
শেরপুরের গারো পাহাড় সীমান্তে চার সাংবাদিকের ওপর চোরাকারবারিদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে শেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় চোরাকারবার সম্পর্কে খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্তরা হলেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শফিউল আলম সম্রাট।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শ্রীবরদী থানায় মামলা করা হয়। তবে অভিযুক্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
আরো পড়ুন:
খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাসান হাফিজ
সংবাদকর্মীদের অবস্থান কর্মসূচি
‘ভোরের কাগজ খুলে দিন’
স্মারকলিপি দেওয়ার সময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, স্থানীয় সাংবাদিককেরা উপস্থিতি ছিলেন।
ঢাকা/তারিকুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম রকল প
এছাড়াও পড়ুন:
ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী
টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।
স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।