গোপালগঞ্জে মেধাবৃত্তি পেল ৬০ শিক্ষার্থী
Published: 25th, January 2025 GMT
গোপালগঞ্জে ৬০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মো. হারুন অর রশীদ।
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা.
আরো পড়ুন:
সন্ত্রাসীদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
নৈতিক শিক্ষা দিলে শিক্ষার্থীরা দেশের সম্পদ হবে: আরএমপি কমিশনার
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপাতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাকী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন ও বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম শেখ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরঞ্জন পাল।
আলোচনা সভা শেষে মেধাবিৃত্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকারী ১২ জনের প্রত্যেকে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ১২ জনের প্রত্যেককে ৬ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ১২ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে তুলে দেন অতিথিরা। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে মেধা স্মারক, ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকা/বাদল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মালদ্বীপে ৫০ অভিবাসী আটক
মালদ্বীপের ধুভাফারু আইল্যান্ডে অভিযান পরিচালনা করে ৫০ জনেরও বেশি অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ধুভাফারুর যৌথ টাস্কফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন ১০০ জন প্রবাসী শ্রমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে মোট ৫১ জন প্রবাসীকে আটক করা হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযানে আটককৃতদের জাতীয়তা প্রকাশ করেনি।
ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হুরায় অবৈধভাবে বসবাসকারী আটক ৫১ প্রবাসীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ২০২৩ সালে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ৬ হাজারের বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালদ্বীপের রাজধানীতে চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।
মালদ্বীপে সমস্ত প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান। গত ১৯ মার্চ মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা/টিপু