রিয়ালেই সুখে ভিনি, জানালেন আনচেলত্তি
Published: 25th, January 2025 GMT
রিয়াল মাদ্রিদে নিজের বর্তমান অবস্থান নিয়ে বেশ খুশি ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে ‘খুবই সুখী’ এবং ক্লাবের হয়ে ‘ইতিহাস গড়তে চান।’ সৌদি প্রো লিগের আগ্রহ সত্ত্বেও ভিনিসিয়ুসের পুরো মনোযোগ মাঠে এবং নিজের উন্নতিতে।
ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ভিনিসিয়ুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যেতে চান এবং ক্লাবের সাফল্যে ভূমিকা রাখতে চান। চ্যাম্পিয়ন্স লিগে আরবি সালজবুর্গের বিপক্ষে ৫-১ গোলের জয়ে জোড়া গোল করে তিনি নিজের ফর্মের প্রমাণও দিয়েছেন।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি জানি, ভিনিসিয়ুস এখানে খুবই খুশি। তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ হতে চান। আমরা সবাই ক্লাবের জন্য সুখী এবং একসঙ্গে ইতিহাস গড়ার চেষ্টা করছি।’
রিয়ালে আসার পর থেকেই অসাধারণ ফর্মে থাকা ভিনিসিয়ুস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি মৌসুমেও তিনি এরই মধ্যে ১৭টি গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পের যোগদানের পর তার ওপর দলের নির্ভরতা কমেছে বলে অনেকে মনে করলেও আনচেলত্তি তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস আমাদের জন্য অমূল্য একজন খেলোয়াড়।’
তবে সাম্প্রতিক সময়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তিনি লা লিগার পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ রয়েছেন। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিপক্ষেও হলুদ কার্ডের কারণে খেলতে পারবেন না। আনচেলত্তি জানান, ‘এই বিরতিতে তিনি বিশ্রাম পাবেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সতেজ হয়ে ফিরবেন।’
পাশাপাশি মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দেকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি তাকে ‘বর্তমান সময়ের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়’ বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি রদ্রিগোর ধারাবাহিক পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন আনচেলত্তি, যিনি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৯ ম্যাচে ৮ গোল করে অসাধারণ ফর্মে আছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মোদি ভাল বন্ধু, তবে... সঠিক আচরণ করছে না: ট্রাম্প
এই মুহূর্তে সারাবিশ্বের সংবাদমাধ্যমগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে আলোচনা চলছে। বিশ্বের এমন কোনো দেশ বাকী নেই যার ওপর ট্রাম্প শুল্ক আরোপ করেননি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে দাবি করলেও শুল্কের বেলায় ট্রাম্প দিল্লিকে ছাড় দেননি। তিনি ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বুধবার এই শুল্ক ঘোষণার সময় ট্রাম্পের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বন্ধুত্বের বিষয়টিও উঠে আসে।
ট্রাম্প বলেছেন, “প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) কিছুদিন আগেই এখান থেকে ঘুরে গিয়েছেন। তিনি আমার ভাল বন্ধু। কিন্তু আমি তাকে বলেছি, আপনি আমার বন্ধু, তবে আপনি আমাদের সঙ্গে ঠিকঠাক আচরণ করছেন না।”
তিনি বলেন, “ভারত আমাদের ওপর ৫২ শতাংশ শুল্ক আরোপ করছে, তো আমরা তাদের চার্জ করছি তার অর্ধেক, ২৬ শতাংশ।”
প্রসঙ্গত, ‘পারস্পরিক শুল্ক’ বা পাল্টা শুল্ক মানে, যে দেশ আমেরিকার ওপর যতটা শুল্ক চাপাচ্ছে, সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে।
ঢাকা/শাহেদ