রিয়ালেই সুখে ভিনি, জানালেন আনচেলত্তি
Published: 25th, January 2025 GMT
রিয়াল মাদ্রিদে নিজের বর্তমান অবস্থান নিয়ে বেশ খুশি ভিনিসিয়ুস জুনিয়র। ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে ‘খুবই সুখী’ এবং ক্লাবের হয়ে ‘ইতিহাস গড়তে চান।’ সৌদি প্রো লিগের আগ্রহ সত্ত্বেও ভিনিসিয়ুসের পুরো মনোযোগ মাঠে এবং নিজের উন্নতিতে।
ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ভিনিসিয়ুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যেতে চান এবং ক্লাবের সাফল্যে ভূমিকা রাখতে চান। চ্যাম্পিয়ন্স লিগে আরবি সালজবুর্গের বিপক্ষে ৫-১ গোলের জয়ে জোড়া গোল করে তিনি নিজের ফর্মের প্রমাণও দিয়েছেন।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি জানি, ভিনিসিয়ুস এখানে খুবই খুশি। তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ হতে চান। আমরা সবাই ক্লাবের জন্য সুখী এবং একসঙ্গে ইতিহাস গড়ার চেষ্টা করছি।’
রিয়ালে আসার পর থেকেই অসাধারণ ফর্মে থাকা ভিনিসিয়ুস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি মৌসুমেও তিনি এরই মধ্যে ১৭টি গোল করেছেন। কিলিয়ান এমবাপ্পের যোগদানের পর তার ওপর দলের নির্ভরতা কমেছে বলে অনেকে মনে করলেও আনচেলত্তি তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস আমাদের জন্য অমূল্য একজন খেলোয়াড়।’
তবে সাম্প্রতিক সময়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় তিনি লা লিগার পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ রয়েছেন। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিপক্ষেও হলুদ কার্ডের কারণে খেলতে পারবেন না। আনচেলত্তি জানান, ‘এই বিরতিতে তিনি বিশ্রাম পাবেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সতেজ হয়ে ফিরবেন।’
পাশাপাশি মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দেকে প্রশংসায় ভাসিয়ে আনচেলত্তি তাকে ‘বর্তমান সময়ের সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়’ বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি রদ্রিগোর ধারাবাহিক পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন আনচেলত্তি, যিনি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৯ ম্যাচে ৮ গোল করে অসাধারণ ফর্মে আছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাভারে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
প্রডাকশন বেইজড শ্রমিকদের কাজের মজুরি বৃদ্ধি, আইনানুযায়ী ছুটির টাকা ও ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সাভারের উলাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে উলাইল এলাকায় অবস্থিত ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা। এ সময় অবরোধের মুখে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।
আরো পড়ুন:
বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-আরিচা সড়ক অবরোধ
কুমিল্লায় সড়কে ডাকাতি, হাইওয়ের ওসি প্রত্যাহার
এ সময় সড়ক থেকে সড়ে গেলেও উত্তেজিত শ্রমিকদের একটি অংশ মহাসড়ক সংলগ্ন আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হামলাকারী দুজন নারী শ্রমিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে আনলিমা টেক্সটাইলের লোকজন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ডাইনামিক সোয়েটার কারখানায় অধিকাংশ শ্রমিক প্রোডাকশন বেইজড কাজ করেন। মালিকপক্ষ সম্প্রতি কোনো নোটিশ ছাড়াই প্রতি পিস কাজের বিপরীতে শ্রমিকদের কম মজুরি দিচ্ছে। এছাড়াও নিয়মানুযায়ী শ্রমিকদের ছুটির টাকা ও ঈদ বোনাস দেবে না কারখানাটি। এসব দাবিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা মালিকের সঙ্গে কথা বলার দাবি জানিয়ে আসছিল। আজ সকাল ৮টায় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করলেও সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে দেখেন কারখানা বন্ধ। পরে প্রথমে উত্তেজিত শ্রমিকরা কারখানা সংলগ্ন আঞ্চলিক সড়ক ও পরে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আকলিমা নামে কারখানাটির একজন লিংকিং অপারেটর বলেন, ‘‘আগে যেই কাজের মজুরি ২৬ টাকা দেওয়া হতো, এখন সেটিতে দেওয়া হয় ২১ টাকা। পিস প্রতি যেই কাজের জন্য ২৩ টাকা রেট ছিল, সেটি এখন ১৬ টাকা। দিনে দিনে কাজের রেট বাড়ে, কিন্তু আমাদের কারখানায় রেট কমিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ছুটির টাকা ও ঈদ বোনাসও নিয়মানুযায়ী না দিয়ে তুলনামূলক কম দেওয়া হয়। এসব বিষয়ে আমরা বারবার মালিকের সঙ্গে সরাসরি কথা বলার জন্য দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু মালিক কথা বলছে না। আজ সকালে কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। বাধ্য হয়ে দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছি।’’
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ‘‘বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা শ্রমিকদের দাবিগুলো শুনলাম যদিও তা যৌক্তিক মনে হয়নি। পরবর্তীতে সেনাবাহিনীসহ আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করলে মালিকপক্ষ অঙ্গীকার করেছে, তারা শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনায় বসবে। এই অঙ্গীকারের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়।’’
তিনি জানান, মহাসড়ক থেকে সরে গেলেও শ্রমিকদের একটি অংশ আনলিমা টেক্সটাইল কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেছিল। সেসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি দুইজন নারী শ্রমিককে আনলিমার লোকজন আটক করেছিল, তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টায় শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ঢাকা/আরিফুল/বকুল