শিক্ষকদের বেতন ছাড় না হওয়ায় সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ
Published: 25th, January 2025 GMT
এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষকদের গত ডিসেম্বরের বেতন এখন পর্যন্ত অ্যাকাউন্টে স্থানান্তর না হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। অতিসত্বর লাখ লাখ শিক্ষক-কর্মচারীর অর্থ সংকট লাঘবে বেতন ছাড় দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব এক বিবৃতিতে এ ক্ষোভ জানান। তারা বলেন, ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছেন চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী। তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। তারা মানবেতর জীবনযাপন করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রণালয় শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ে বিলম্ব করছে; যা এক ধরনের প্রহসন। এমপিও-সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখা উচিত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।