৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশের পর কোন ছবি হতে পারে অস্কার সেরা, কার হাতে উঠতে পারে এ পুরস্কার– তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়ন ঘোষণা করা হয়।

এবারের আসরে একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং।

অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এ আয়োজন।

একনজরে জেনে নেওয়া যাক মনোনয়ন পাওয়া চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীদের নাম।

সেরা চলচ্চিত্র
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (ফ্রেড বার্গার, জেমস ম্যানগোল্ড, অ্যালেক্স হাইনম্যান), আই অ্যাম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স, উইকেড (মার্ক প্লাট), কনক্লেভ (টেসা রস, জুলিয়েট হাওয়েল, মাইকেল অ্যা.

জ্যাকম্যান), ডুন: পার্ট টু (ম্যারি প্যারেন্ট, কেল বয়টার, তানিয়া লাপয়েন্ট, ডেনি ভিলন্যুভ)  

অভিনেতা
সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস), তিমোতি শালামে (অ্যা কমপ্লিট আননোন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), র‌্যালফ ফাইনস (কনক্লেভ) 

অভিনেত্রী
কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেজ), সিনথিয়া এরিভো (উইকেড), ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স) 

পার্শ্ব অভিনেতা
কিয়ের‌্যান কালকিন (অ্যা রিয়েল পেইন), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), ইউরা বরিসভ (আনোরা), জেরেমি স্ট্রং (দ্য অ্যাপ্রেন্টিস)

পার্শ্ব অভিনেত্রী
ইজাবেলা রসেলিনি (কনক্লেভ), জোয়ি সালদেনিয়া (এমিলিয়া পেরেজ), মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট), 

পরিচালক
জেমস ম্যানগোল্ড (অ্যা কমপ্লিট আননোন), ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট), জ্যাক অঁডিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স), শন বেকার (আনোরা)

মৌলিক চিত্রনাট্য
দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বে, মোনা ফাস্টফল্ড), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), আনোরা (শন বেকার), সেপ্টেম্বর ফাইভ (মরিৎজ বিন্ডার, টিম ফেলবাম, অ্যালেক্স ডেভিড) 

রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কিডার, ক্লারেন্স ম্যাকলিন, জন ডিভাইন, জি হুইটফিল্ড), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমা বিদেগেঁ, লেয়া মিসিয়াস, নিকোলা লাভাকি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস)

আন্তর্জাতিক চলচ্চিত্র
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), ফ্লো (লাটভিয়া), দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান)। 

এ ছাড়া আরও বিভিন্ন শাখায় সেরাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: কনক ল ভ এম ল য়

এছাড়াও পড়ুন:

গাজায় ছয় লাখ শিশু স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকিতে

চারদিক ঘিরে মারণাস্ত্র নিয়ে প্রস্তুত ইসরায়েলের সেনারা। তাদের রাইফেল, ট্যাঙ্ক ও মর্টার তাক করা গাজার বাসিন্দাদের দিকে। উপত্যকার ২০ থেকে ২২ লাখ বাসিন্দার বের হওয়ার নেই পথ। ঢুকতে দেওয়া হচ্ছে না খাবার, পানি, ওষুধ ও জ্বালানির মতো অতি প্রয়োজনীয় পণ্য। এর মধ্যেই থেকে থেকে চলছে বিমান হামলা। গাজার বাসিন্দারা মারা যাচ্ছেন। আর যারা আহত হচ্ছেন, হাসপাতালে কোনো চিকিৎসা ছাড়াই তাদের প্রাণ যাচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকে শুরু করে হাসপাতাল, ধর্মালয়– কিছুই হামলা থেকে বাদ যাচ্ছে না। 

গাজায় ইসরায়েলের অন্তহীন এ নৃশংসতায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে শিশুরা। অনাহারে তারা হাড্ডিসার। একসময় যে শিশুটি স্কুলে যেত, যার সুন্দর পরিবার ছিল, মা-বাবা, ভাইবোন ছিলেন; সেই শিশুটি এখন খাবারের খোঁজে রাস্তায় ফিরছে। পায়ে জুতা নেই। অনাদরে উশকোখুশকো চুল। ছেঁড়া জামা। ক্ষুধার তাড়নায় তার শোক প্রকাশের ভাষা নেই। 

অবরুদ্ধ গাজায় বাড়ছে রোগের প্রকোপ। ‍ওষুধ নেই। হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের বোমা। গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, আহতরা চিকিৎসার অভাবে হাসপাতালে ধুঁকে ধুঁকে মরছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সেখানে অন্তত ৬ লাখ শিশু পঙ্গুত্বের ঝুঁকিতে। ওষুধের সরবরাহ বন্ধের কারণে পোলিও টিকা প্রবেশ করতে পারছে না, যা উপত্যকার অর্ধেক শিশুকে ঝুঁকিতে ফেলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পুষ্টি ও বিশুদ্ধ খাবার পানির অভাবে গাজার শিশুরা নজিরবিহীন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

গত ২ মার্চ গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ আটকে দেয় ইসরায়েল। এরপর থেকে ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যেতে শুরু করে। সেই সঙ্গে অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার এক দিনে আরও ২৬ জন নিহত ও ৬০ জন আহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫১ হাজার ২৬৬ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৯৯১। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এ পর্যন্ত ১ হাজার ৮৯০ জন নিহত ও ৪ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। 

হামলার পাশাপাশি এখন উপত্যকার বাসিন্দাদের ধরে নিচ্ছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনের প্রিজনার্স সোসাইটি জানায়, গাজা থেকে আটক ৬০ ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে তারা। 

সন্তান জন্মকালে স্ত্রীর পাশে থাকতে পারলেন না খলিল

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া মাহমুদ খলিল সদ্য বাবা হলেও সন্তানের মুখ এখনও দেখতে পারেননি। সন্তান জন্মদানের সময় তাঁকে জামিন দিতে অস্বীকৃতি জানায় মার্কিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করায় আদালতের রায়ে মাহমুদ খলিল যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এ অবস্থায় আটক কয়েক ফিলিস্তিন সমর্থক শিক্ষার্থী মার্কিন সিনেটরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব মিসর ও কাতারের

গাজায় যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার বিবিসি জানায়, যুদ্ধ বন্ধ করতে নতুন প্রস্তাব পেশ করেছে কাতার এবং মিসরের মধ্যস্থতাকারীরা। নতুন এ প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের স্থায়ী যুদ্ধবিরতির উল্লেখ রয়েছে। এ ছাড়া সেখানে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মির মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ও গাজা থেকে সম্পূর্ণরূপে ইসরায়েলের সেনা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসরায়েলের দেওয়া সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব হামাস খারিজ করে দেওয়ার পর নতুন করে প্রস্তাব পেশ করল মিসর ও কাতার। এ প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে হামাসের একজন ঊর্ধ্বতন নেতা কায়রোতে যাবেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত নতুন প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। 


 

সম্পর্কিত নিবন্ধ