চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে গত চার দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন।
প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি আজ বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। গত ২১ জানুয়ারি ড.
ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চার জন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া ইনগেজমেন্ট এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিকিটের মূল্য বেশি রাখায় ৪ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনায় বিআরটিএ’র অভিযানে টিকিটের মূল্য বেশি রাখা ও টিকিটের মূল্যতালিকা না থাকায় চার পরিবহন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে নগরীর রয়েল মোড়ে এই অভিযান পরিচালনা করে বিআরটিএ।
বিআরটিএ কর্মকর্তারা জানান, টিকিটের মূল্য বেশি রাখায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। টিকিটের মূল্য তালিকা না থাকায় এম আর পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এক রুটের কথা বলে টিকিট বিক্রি করে অন্য রুটে গাড়ি চালানোর অভিযোগে সৌদিয়া পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন নিজে বলেশ্বর পরিবহনের টিকিট কাটেন পরিচয় গোপন করে। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম রুটে এক হাজার ২৬৬ টাকার টিকিট এক হাজার ৪০০ টাকা রাখা ও টিকিটের মূল্য বেশি রাখায় বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, ঈদের পরে কিছু পরিবহন টিকিটের মূল্য বেশি রাখে। এটি বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।