পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থানের যথাযথ প্রতিফলন না থাকার অভিযোগ
Published: 25th, January 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ড. আব্দুল্লাহ ফারক সম্মেলন কক্ষে শুক্রবার ‘২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যালোচনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করে শিক্ষা অধিকার সংসদ। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণঅভ্যুত্থান যথাযথভাবে উপস্থাপন করা হয়নি এবং এনসিটিবিতে বই পরিমার্জনের দায়িত্বপ্রাপ্তরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক ও নর্থসাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক ড.
বক্তারা পাঠ্যবইয়ের বিভিন্ন অসঙ্গতির বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, ২০২৫ সালের পাঠ্যবইয়ে জুলাই অভ্যুত্থান নগণ্যভাবে উল্লেখ করা হলেও বিষয়টি সঠিকভাবে উপস্থাপিত হয়নি। বক্তাদের অভিযোগ, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, ছবির মানহীনতা, এবং বিষয়বস্তুর অসঙ্গতি লক্ষ্য করা গেছে।
শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। শহীদ আনাসের চিঠি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন ছিল, কারণ তিনি শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস ছিলেন।"
শহীদ একরামুল হক সাজিদের বোন ফারজানা হক অভিযোগ করেন, "পাঠ্যবইয়ে চাপের মুখে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হলেও, সেগুলো এমনভাবে উপস্থাপিত হয়েছে যেন ভবিষ্যতে এই ইতিহাস মুছে ফেলা যায়।"
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, "জুলাই অভ্যুত্থানের চেতনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু পাঠ্যবইয়ে এর সঠিক প্রতিফলন ঘটেনি। এটা আমাদের জাতীয় ব্যর্থতার প্রতিচ্ছবি।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, "প্রতিবছর নতুন পাঠ্যবই ছাপানোর প্রয়োজন নেই। ভালো মানের কাগজে বই প্রকাশ করলে কয়েক বছর ব্যবহার করা যাবে। পাঠ্যবইয়ে গুণগত মান বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।"
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া বলেন, "কারিকুলামের সঠিক পরিবর্তন আনতে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। জুলাই অভ্যুত্থানকে ইতিহাসে যথাযথভাবে প্রতিফলিত করতে হলে এটিকে কনটেক্সচুয়ালাইজ করা জরুরি।"
শিক্ষা অধিকার সংসদের আহ্বায়ক ড. নিয়াজ আসাদুল্লাহ বলেন, "পাঠ্যবইয়ে থাকা অসঙ্গতি নতুন কিছু নয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হওয়া সংকট এখনও কাটেনি। সঠিক নেতৃত্বের অভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন হচ্ছে না।"
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, শিক্ষা অধিকার সংসদের মিডিয়া কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান মানকি, এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
বক্তারা দাবি করেন, শিক্ষার মান উন্নয়নে পাঠ্যক্রম সংস্কারে উদ্যোগী হতে হবে এবং আগামী প্রজন্মের জন্য জুলাই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই গণহত য প ঠ যবই প ঠ যবইয় উপস থ প
এছাড়াও পড়ুন:
মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ
মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্টে বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তাঁর আত্মত্যাগের স্বীকৃতি। তাঁর আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’
আরও পড়ুনএবার কোন যোগ্যতায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে, জানালেন শিক্ষা ও আইন উপদেষ্টা২০ ঘণ্টা আগেগতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পুরস্কারসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। এ কমিটির আহ্বায়ক শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এবার স্বাধীনতা পুরস্কারের জন্য কাদের নাম সুপারিশ করা হয়েছে, সে বিষয়ে গতকাল ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, যাঁরা বাংলাদেশের জন্য জীবনব্যাপী অবদান রেখেছেন এবং নতুন কিছু তৈরি করেছেন যার ধারাবাহিকতা এখনো চলছে। সেটি যেকোনো ক্ষেত্রে—সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান বা সমাজসেবার ক্ষেত্রে নতুন ধারা, যেটি এখনো সারা দেশকে প্রভাবিত করে। কিন্তু আগে তাঁদের সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
তবে নাম চূড়ান্ত হয়নি জানিয়ে গতকাল ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, এটি সুপারিশ।
আজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ফেসবুকে জানালেন, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন।
জাতীয় পুরস্কারসংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি গতকাল বলেছিলেন, ‘আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন, এ পুরস্কার (স্বাধীনতা পদক) দেখে আপনারা আরও খুশি হবেন।’ এবার ১০ জনের কম মানুষকে এই পুরস্কার দেওয়া হবে বলে গতকাল জানান আইন উপদেষ্টা।
আরও পড়ুনডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ, রায় যেকোনো দিন২৪ ফেব্রুয়ারি ২০২৫