শীতার্তদের পাশে ঢাকা জেলা প্রশাসন
Published: 25th, January 2025 GMT
চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীসহ সারা দেশে তীব্র শীতে কষ্ট পাচ্ছে অনেক মানুষ। এই ঠান্ডায় অসহায় মানুষদের জন্য একটু উষ্ণতার ব্যবস্থা করতে শীতবস্ত্র বিতরণ করছেন অনেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এ সময় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেছেন,“ শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছে ঢাকা জেলা প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। ঢাকা মহানগরসহ সব উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।”
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লিড পেলেও বিকেলের ফাঁড়া বাংলাদেশ দলেও
চট্টগ্রাম টেস্টে এক জায়গয় বাংলাদেশ ও জিম্বাবুয়ে মিলে গেল এক বিন্দুতে। প্রথম দিন টস জিতে দারুণ ব্যাটিং করছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ সেশনে সাত উইকেট হারিয়ে ধসে যায় তারা। বাংলাদেশ দলও দ্বিতীয় দিনের শুরুতে দারুণ ব্যাটিং করেছে। লিড নিয়েছে ৬৪ রানের। তবে শেষ বিকেলের ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বসেছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান করেছে। মেহেদী মিরাজ ১৬ রান নিয়ে দিন শেষ করেছেন। তার সঙ্গে দিন শুরু করবেন ৫ রান করা তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২২৭ রানে অলআউট হয়েছিল।