শীতার্তদের পাশে ঢাকা জেলা প্রশাসন
Published: 25th, January 2025 GMT
চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীসহ সারা দেশে তীব্র শীতে কষ্ট পাচ্ছে অনেক মানুষ। এই ঠান্ডায় অসহায় মানুষদের জন্য একটু উষ্ণতার ব্যবস্থা করতে শীতবস্ত্র বিতরণ করছেন অনেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর মোহাম্মদপুর ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
এ সময় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেছেন,“ শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছে ঢাকা জেলা প্রশাসন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেওয়া সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। ঢাকা মহানগরসহ সব উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।”
ঢাকা/মামুন/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।
তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে।