অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল, মহাসচিব শরফ উদ্দিন
Published: 25th, January 2025 GMT
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর নিউ ইস্কাটনে বিএএসএ’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি ড.
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (অ্যাডহক) কমিটির সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সহসভাপতি হিসেবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়ের অতিরিক্ত সচিব মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মহাসচিব পদে মহাসচিব পদে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব মিজ কানিজ মওলা নির্বাচিত হন।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন।
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ এপ্রিল ২০২৫)
নিউজিল্যান্ড–পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে চলছে। রাতে আইপিএল ও ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ আছে।২য় ওয়ানডে
নিউজিল্যান্ড–পাকিস্তান
ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫
আইপিএলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–গুজরাট টাইটানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটি–লেস্টার সিটি
রাত ১২–৪৫ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২
লিভারপুল–এভারটন
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১