দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ জানুয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১১ শতাংশ।

শনিবার (২৫ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.

৩৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.০১ পয়েন্ট বা ০.১১ শতাংশ।

এর আগের সপ্তাহের (১২ থেকে ১৬ জানুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.২১ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৩৭ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.১৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১০.৮৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.১১ পয়েন্টে, আর্থিক খাতে ১১.৩২ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.৫১ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.২২ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.২৫ পয়েন্টে,  খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৪৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.৬৮ পয়েন্টে, আইটি খাতে ১৮.৮৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৫৮ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৫.৬১ পয়েন্টে, পাট খাতে ৩৫.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৫৬.৬৮ পয়েন্ট এবং সিরামিক খাতে ৯৭.৪৮ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও প ই র শ ও কম ছ

এছাড়াও পড়ুন:

শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরের প্রবীণ শিক্ষক ও সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ ওরফে তারাপদ- এর চতুর্থ মৃত্যুবার্ষিকী বুধবার পালিত হয়েছে। দিনটি স্মরণে তাঁর ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ ছাড়া দুপুরে স্থানীয় রামকৃষ্ণ মিশন আশ্রম ও ফরিদপুরে শ্রীঅঙ্গনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ২ এপ্রিল ৯৩ বছর বয়সে তিনি মারা যান।

১৯২৮ সালের ৬ আগস্ট মানিকগঞ্জের কাঞ্চনপুর গ্রামে জন্ম হয় জগদীশ চন্দ্র ঘোষের। ১৯৭১ সালের ২ মে পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয় তাঁর পরিবার। ওই দিন তাঁর বাবা যোগেশ চন্দ্র ঘোষ, ভাই গৌরগোপাল ঘোষ ও কাকাতো ভাই বাবলু ঘোষ গণহত্যার শিকার হন।

জগদীশ চন্দ্র ঘোষ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করতেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া নাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ