ডিএসইতে পিই রেশিও কমেছে ০.১১ শতাংশ
Published: 25th, January 2025 GMT
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ থেকে ২৩ জানুয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১১ শতাংশ।
শনিবার (২৫ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.
এর আগের সপ্তাহের (১২ থেকে ১৬ জানুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৫১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১৪ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.২১ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৩৭ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.২৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.১৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১০.৮৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.১১ পয়েন্টে, আর্থিক খাতে ১১.৩২ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.৫১ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.২২ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.২৫ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৪৬ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.৬৮ পয়েন্টে, আইটি খাতে ১৮.৮৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৫৮ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৫.৬১ পয়েন্টে, পাট খাতে ৩৫.৮৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৫৬.৬৮ পয়েন্ট এবং সিরামিক খাতে ৯৭.৪৮ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও প ই র শ ও কম ছ
এছাড়াও পড়ুন:
সপ্তাহজুড়ে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বাজার মূলধন যোগ হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৭২ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ১ হাজার ৯০৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬১ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
এসকেএস