শীতে জবুথবু পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মানুষ। জেলাসহ উপজেলায় গত ৭২ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি কুয়াশা সঙ্গে শীতের তীব্রতা। গত তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।

শনিবার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। 

এমন আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্পআয়ের শ্রমজীবীরা। বিশেষ প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলায় সূর্যের উত্তাপ না থাকায় কনকনে শীতে জবুথবু অবস্থা বিরাজ করছে সর্বত্র।

ভ্যানচালক শহিদুল ইসলাম বলেন, তিনদিন ধরে সূর্যের দেখা নেই। খুব ঠান্ডা, ভ্যানগাড়ি চালানো খুবই কষ্টকর। এই ঠান্ডায় ভ্যানগাড়িতে যাত্রী উঠতে চায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি আমরা।

উপজেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত তিনদিন ধরে এ জেলাসহ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আজ শনিবার ভোর ৬টায় এ জেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%। গতকাল তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স লস য় স ৯ দশম ক

এছাড়াও পড়ুন:

আইপিএলে আজ চিয়ারলিডার ‘নিষিদ্ধ’, আতশবাজিও বন্ধ

আইপিএলে আজ শুধু খেলাই হবে। কেউ হয়তো ভ্রু কুঁচকে জিজ্ঞেস করতে পারেন, খেলাই তো হওয়ার কথা। আর কী হওয়ার ছিল?

আইপিএলে দুটি দল ব্যাট-বলে লড়াই করে। মাঠে আসা দর্শকদের আসল বিনোদন খেলোয়াড়েরাই দেন। তবে সেই বিনোদনের মাত্রা বাড়িয়ে তুলতে গ্যালারির সামনে থাকেন চিয়ারলিডার, ইনিংস বিরতিতে ও ম্যাচ শেষে ফোটানো হয় আতশবাজি। তবে প্রতিদিনের মতো আজ আইপিএলে চিয়ারলিডার থাকছে না। ফোটানো হবে না আতশবাজিও। বরং পুরো ম্যাচের শুরু, শেষ মিলিয়ে থাকবে শোকের আবহ।

আজ আইপিএলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস। এই ম্যাচে চিয়ারলিডার ও আতশবাজি না থাকার বিষয়ে জানিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, আজকের ম্যাচে চিয়ারলিডার বা আতশবাজি থাকবে না। খেলোয়াড় ও আম্পায়াররা কালো বাহুবন্ধনী পরবেন। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে।’ একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা পিটিআই।

চিয়ারলিডার থাকছে না আজকের হায়দরাবাদ–মুম্বাই ম্যাচে।

সম্পর্কিত নিবন্ধ