সৌন্দর্য ধরে রাখার জন্য ত্বকে পর্যাপ্ত পরিমাণ কোলাজেন উৎপাদন হওয়া প্রয়োজন। কিন্তু আমরা কোনো কোনো প্রসাধনী ব্যবহার করতে গিয়ে কোলাজেন উৎপাদনের উপযোগী পরিবেশ নষ্ট করে ফেলি। ত্বক পরিচর্যায় যেসব প্রসাধনী ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর বেশিরভাগে কফির উপস্থিতি থাকে। রূপ বিশেষজ্ঞরা বলেন, কফিতে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের স্তরে জমে থাকা ধুলাবালু পরিষ্কার করতে পারে। এতে আছে অম্লীয় উপাদান যা ত্বকের বন্ধ হয়ে যাওয়া রোমকূপের মুখ খুলে দেয়, ফলে ত্বকও হয়ে উঠে মসৃণ। তবে কফি সমৃদ্ধ প্রসাধনী সবার জন্য ভালো নয়, কসমেটোলজিস্টরা কফি সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার সম্পর্কে যে বার্তা দিয়েছেন জেনে নিন।

ভারতীয় কসমেটোলজিস্ট শারিফা চউস বলছেন, ‘‘গবেষণায় দেখা গিয়েছে, সানস্ক্রিন এবং চোখের নীচে লাগানোর ক্রিমে কফিতে থাকা উপাদান ত্বকের জন্য ভালো। তিনি বলছেন, সরাসরি কফি ত্বকে লাগালে তা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে তৈরি দাগ ছোপ কমাতে পারে। এবং এই উপাদান ত্বকের লালচে ভাব দূর করতে এবং বলি রেখা দূর করতে সাহায্য করে। কারণ কফিতে থাকা ক্লোরোজোনিক অ্যাসিড এবং মেলানয়ডিনস নামের দুইটি উপাদান রয়েছে যেগুলো ত্বকের জন্য অত্যন্ত উপকারী।’’

তবে কফি সমৃদ্ধ প্রসাধনী সবার জন্য উপযোগী নয়। শরিফা বলছেন, ‘‘ ত্বককে সুস্থ রাখার এবং তারুণ্য ধরে রাখার জন্য জরুরি যে কোলাজেন, তা কফির অতিরিক্ত ব্যবহারে নষ্ট হয়ে যেতে পারে। যাদের ত্বক শুষ্ক এবং যাদের ত্বক স্পর্শকাতর তাদের ত্বকে সরাসরি কফি ব্যবহার বা কফি আছে এমন প্রসাধনীর ব্যবহার করা ঠিক নয়।’’

আরো পড়ুন:

নাকের ‘ব্ল্যাকহেডস’ দূর করার উপায়

রৌদ্রস্নাত মিমের নজরকাড়া লুক

যাদের ত্বক শুষ্ক তারা কফি সমৃদ্ধ প্রসাধনী এড়িয়ে চলতে পারেন। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবহ র র জন য র করত

এছাড়াও পড়ুন:

এক ম্যাচেই ছক্কার ৩ মাইলফলকের সামনে ট্রাভিস হেড

গত দুই বছরে কোন ব্যাটসম্যান বোলারদের মনে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন? বেশির ভাগেরই উত্তর হওয়ার কথা ট্রাভিস হেড।

৩১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান মারকাটারি ব্যাটিংয়ের ধারাটা ধরে রেখেছেন আইপিএলেও। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের যে মন্ত্র নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ মাঠে নামছে, সেটা বাস্তবায়ন করার বড় দায়িত্ব বাঁহাতি এই ওপেনারের।

যদিও এবারের আইপিএল হেডের জন্য এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে। ঘরের মাঠ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরুটা করেছিলেন ৩১ বলে ৬৭ রানের ইনিংস দিয়ে। একই মাঠে এরপর ২৮ বলে ৪৭। তবে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ দুই ম্যাচে করতে পেরেছেন ২২ ও ৪। চার ম্যাচের তিনটিতে হেরে হায়দরাবাদও আছে পয়েন্ট তালিকার তলানিতে।

ট্রাভিস হেডের জন্য এবারের আইপিএল এখন পর্যন্ত অম্লমধুর হয়ে আছে

সম্পর্কিত নিবন্ধ