সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে গত বৃহস্পতিবার বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দ্বিতীয় মেয়াদের প্রথম আন্তর্জাতিক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী দেশগুলোসহ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘বিশ্বের প্রতিটি ব্যবসার প্রতি আমার বার্তা খুব সাধারণ; আসুন যুক্তরাষ্ট্রে আপনার পণ্য তৈরি করুন এবং আমরা আপনাকে বিশ্বের যে কোনো দেশের চেয়ে সর্বনিম্ন কর দেওয়ার সুযোগ করে দেব। কিন্তু যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি না করলে আপনাকে শুল্ক দিতে হবে। বিভিন্ন পরিমাণ হতে পারে, তবে শুল্ক দিতেই হবে।’

ডব্লিউইএফের ভাষণে সৌদি আরব ও পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রতি তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। পরদিনই বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

এদিনের বক্তব্যে স্বল্প সুদহারের ওপর জোর দেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা আছে বলেও জানান তিনি। বিশেষ করে কানাডার সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটি অনেক সুযোগের অপব্যবহার করে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা কোম্পানিগুলোর জন্য তিনি কর হ্রাস করবেন ও যারা বিনিয়োগ করবে না, তাদের শুল্ক বাড়াবেন। কর হ্রাসের বার্তায় আনন্দ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।

এদিকে এযাবৎকালের রেকর্ড ভেঙে বৃহস্পতিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’। ট্রাম্পের করপোরেট কর হ্রাসের প্রতিশ্রুতিতেই পুঁজিবাজারে এ ইতিবাচক প্রবণতা বলে মনে করা হচ্ছে। এদিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৬,১১৮ দশমিক ৭১-এ শেষ হয়েছে, যা এক নতুন রেকর্ড।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গীকার করেছিলেন, সেগুলো বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের করপোরেট মুনাফা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁর অঙ্গীকারের মধ্যে আছে বাণিজ্য সংস্কার, কর হ্রাস ও দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে সরকারি বিধিবিধানের জটিলতা কমানো। সূত্র: আলজাজিরা ও এএফপি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর হ র স

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মুত্যু 

চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন আলী (২৪) ও মাহির তাজয়ার তাজ (১৫) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে একটি ও গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে ও ইয়াসিন আলী  চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের দিদার আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান, জানান, অসাবধানতা ও বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভ করতে যেয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাতে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরিবারের পক্ষ থেকে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ৮ টার দিকে অ্যাম্বুলেন্সে মাহির মারা যায়। 

অন্যদিকে গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ইয়াসিন আলী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যায়।  এসময় তার দুই পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুঁড়িয়ে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ দিনের মাথায় বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ইয়াসিন মারা যায়। 

দুটি দুর্ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় সুরতহাল রিপোর্ট শেষে স্ব স্ব পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/মামুন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ