আইএসআই কর্মকর্তাদের ঢাকা ‘সফরের গুজব’, নয়াদিল্লির পাত্তা
Published: 24th, January 2025 GMT
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক যোগাযোগ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারের মধ্যে সেদেশে খবর রটেছে ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) কর্মকর্তারা ঢাকা সফর করছেন।
ভারতের সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই খবরকে গুজব বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিবৃতি দিয়েছে, যা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।
বাসসের খবর অনুযায়ী, ওই বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য রয়েছে, যিনি সাফ এ-সম্পর্কিত খবরকে সর্ববৈ মিথ্যা বলে বর্ণনা করেছেন।
আরো পড়ুন:
ভারতের ১০ বিরোধীদলীয় সংসদ সদস্যকে বহিষ্কার
বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি বিএসএফের
তারপরও আইএসআই কর্মকর্তাদের বাংলাদেশ সফরের গুজবকে গুরুত্বে নিয়ে কথা বলছে নয়াদিল্লি, যা নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতের মূলধারার সংবাদমাধ্যমে খবর হয়েছে।
এ দিন পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগ আইএসআই কর্মকর্তাদের ঢাকা সফরের খবরের প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জইসওয়াল নয়াদিল্লিতে শুক্রবার নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আসেন। তখন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত প্রতিবেশীদের (বাংলাদে-পাকিস্তান) সম্পর্কোন্নয়নের ওপর গভীর নজর রাখছে এবং প্রয়োজন অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেবে।
আইএসআইর মহাপরিচালক মেজর জেনারেল শহীদ আমির আফসারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন- এমন খবর দ্য ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ভারতের প্রথম সারির প্রায় সংবাদমাধ্যম এসেছে।
এই খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে রণধীর জইসওয়ালের কাছে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তখন তিনি বলেন, “আমরা সারা দেশে এবং এই অঞ্চলের সমস্ত কার্যকলাপের পাশাপাশি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে, এমন সব কার্যক্রমের ওপর নজর রাখি এবং সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে থাকে।”
অবশ্য বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক জোরদারের ওপরও গুরুত্ব দেন জইসওয়াল। তিনি বলেন, “বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বিদ্যমান সম্পর্ক আরো মজবুত করে গড়ে তোলা। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করি। আমরা আমাদের সম্পর্ক জোরদার করতে চাই, যাতে ভারত ও বাংলাদেশের জনগণ উন্নতি করতে পারে।”
সীমান্তের বেড়াবিহীন অংশে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের প্রচেষ্টায় বাংলাদেশি কর্তৃপক্ষের আপত্তির বিষয়ে এক প্রশ্নে জইসওয়াল বলেন, “এই ধরনের নির্মাণকাজ বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির আওতায় রয়েছে।”
আইএসআই কর্মকর্তাদের ঢাকা সফরের খবর সরকার থেকে নাকচ করলেও বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের পাকিস্তান সফরের তথ্য বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানায় আইএসপিআর।
গত সোমবার (২০ জানুয়ারি) আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দল। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের তিন বাহিনীর প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ সময় পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নয় দ ল ল সফর র
এছাড়াও পড়ুন:
তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম
নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়্যব।
সোমবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেছেন, “নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে। ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে- আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন বা ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করবেন তারা। ”
এর আগে আইএসপি লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে পাঁচ এমবিপিএসের পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
তারও আগে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সকল আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ২০ শতাংশ দাম কমিয়েছে।
এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি আছে শুধু মোবাইলসেবা দাতা ৩টি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা। এরইমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে বিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে।
তিনি আরো লিখেছেন, “এমতাবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার মোবাইল সেবাদাতা কোম্পানিগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরগুলোতে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দামও কমিয়েছে। এখন তাদের জাতীয় উদ্যোগে শরিক হওয়ার পালা।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতিও সামান্য কিছুটা কমে আসবে বলে আশা করি।
ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল সেবা দাতা কোম্পানি টেলিটক ১০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছিল। সরকার আশা করে অতি দ্রুতই তিনটি বেসরকারি মোবাইল কোম্পানি অত্যন্ত যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের মূল্য পতনের ঘোষণা দেবে।
সরকার এখানে দুই ধরনের মূল্য ছাড় আশা করে- প্রথমত, মার্চ মাসে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ মোবাইল কোম্পানিগুলো যে মূল্য বাড়িয়েছিল সেটা কমাবে। (সরকার শুল্ক বৃদ্ধির উদ্যোগ নিয়ে তা থেকে সরে এসেছে, কিন্তু সেই মতে বর্ধিত মূল্য কমায়নি মোবাইল কোম্পানিগুলো। )
দ্বিতীয়ত, আন্তর্জাতিক গেটওয়ে/আইটিসি, আইআইজি এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমানো হয়েছে তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাবে। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের মানে ব্যাপক প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। এমতাবস্থায় গ্রাহকস্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা/হাসান/ইভা