পাবনার সাঁথিয়ায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে স্কুলছাত্র সাদিবের (৮)। এদিন ছিল তার জন্মদিন। মা-বাবা প্রিয় সন্তানের জন্মদিন পালনের জন্য অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন। কিন্তু জন্মদিন পালন করা হলো না। নাটোরের গুরুদাসপুরে দু’জন এবং রাজধানীর ডেমরা, চট্টগ্রামের মিরসরাই, গোপালগঞ্জ সদর, ঝালকাঠির নলছিটি ও রাজবাড়ীর পাংশায় একজন করে নিহত হয়েছেন। 
গতকাল শুক্রবার ছিল সাদিবের (৮) জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের আয়োজনও করেন মা-বাবা। কিন্তু কে জানত জন্মদিনেই সে চলে যাবে পৃথিবীর মায়া ছেড়ে! রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেছে তার। পাবনার সাঁথিয়ার আফড়া শামুকজানি বাজার এলাকায় গতকাল  দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশায় থাকা ছয়জন আহত হয়েছেন। 
সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় অটোরিকশাচালক মাহতাব উদ্দিন গুরুতর আহত হয়েছেন। সাঁথিয়ার লক্ষ্মীপুর গ্রামে তার বাড়ি। সাঁথিয়া থেকে তিনি যাত্রী নিয়ে যাওয়ার পথে সাঁথিয়া-পন্ডুরিয়া সড়কে দুর্ঘটনায় পড়েন। সাদিব হঠাৎ সড়কে এসে পড়লে গাড়ির  নিয়ন্ত্রণ হারান মাহতাব। এতে জোরে ধাক্কা লাগায় গুরুতর আহত হয় সাদিব। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সাদিবের বাবা  কান্নাজড়িত কণ্ঠে বলেন, দিনটি সাদিবের জন্মদিন। এদিনই সে দুনিয়া ছেড়ে চলে গেল। এর চেয়ে দুঃখের ঘটনা আর কী হতে পারে! এ ছাড়া ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকুল নগর এলাকায় গতকাল ভোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উঠে যায়। তবে কেউ হতাহত হয়নি। 

রাজধানীর ডেমরায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে মো.

হৃদয় (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। গতকাল  ভোরে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই গাড়িতে থাকা তিনজন আহত হন। একটি কাভার্ডভ্যান রাস্তায় থামানো অবস্থায় ছিল। দ্রুতগতির আরেকটি কাভার্ডভ্যান এসে সেটিকে ধাক্কা দেয়। এতে থেমে থাকা কাভার্ডভ্যানের চালক হৃদয় মারা যান। ভোরে ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
গোপালগঞ্জে ব্যাটারিচা‌লিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক ইউসুফ খান (২৫) নিহত ও চারজন আহত হয়েছেন। ইউসুফ গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।  

যশোর থেকে কুয়াকাটায় পিকনিকে যাওয়ার পথে ঝালকাঠির নলছিটিতে রাস্তা পার হওয়ার সময় আসাদুজ্জামান আসাদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে ঝালকাঠি-বরিশাল সড়কের ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
রাজবাড়ীর পাংশায়  গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত ও আহত হয়েছেন দু’জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল এলাকার সড়কে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।  গতকাল ভোরে কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় গাড়িচাপায় একজন (অজ্ঞাত) ও সকালে নয়াবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে শাহিন আলম নামে এক যাত্রী নিহত হয়েছেন। 
চট্টগ্রামের মিসরাইয়ে পিকনিকের বাসচাপায় একজন নিহত ও ৬ শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। লোকটি রাস্তা পার হচ্ছিলেন।    
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক ও সংশ্লিষ্ট প্রতিনিধি)

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন এ দ র ঘটন র এল ক য় গতক ল

এছাড়াও পড়ুন:

অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো

জমকালো আয়োজনের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। এবারের আসরে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগের পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জো সালদানা। ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে একজন আইনজীবীর চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তাঁর হাতে।

স্প্যানিশ-ভাষার সংগীতনির্ভর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার। অস্কারের মতো এমন অর্জন হাতে নেওয়ার পর অশ্রুসিক্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মঞ্চে উঠে আবেগাপ্লুত জোয়ি তাঁর মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শিল্প জগতে অভিবাসীদের অবদান তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। আমি জানি, আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।’

তার এই বক্তব্য এমন এক সময়ে দিলেন যখন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর আগ্রাসন চালাচ্ছে।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ একাডেমি পুরস্কার তথা অস্কারের আয়োজন চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে। অনুষ্ঠানটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায়। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।

অন্যদিকে, এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এছাড়া পল ট্যাজওয়েল ‘উইকেড’ চলচ্চিত্রের জন্য সেরা পোশাক পরিকল্পনাকারী এবং শন বেকার ‘আনোরা’ চলচ্চিত্রের জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • শাহজাদপুরে আগুনে নিহত চারজনের মরদেহ ঢামেকে
  • অনিয়মের খোঁজ নেওয়ায় সাংবাদিকের চাকরি খাওয়ার হুমকি বেরোবি কর্মকর্তা
  • ইসরায়েলে ছুরি হামলায় নিহত ১, আহত ৩
  • ভোলায় চুরির অভিযোগে একজনের দুই চোখে গুরুতর জখম, কাটা হলো দুই আঙুল
  • ৭টি মৌলিক হক
  • ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডা: পশ্চিমাদের জেগে ওঠার বার্তা
  • নদীতে ভেসে উঠল আরেকজনের লাশ, নিহত বেড়ে ৫
  • হাতে ভাজা মুড়ি, শাশুড়ির পেশাকে বাঁচিয়ে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়ার অর্চনা
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরে কাঁদলেন মার্কিন অভিনেত্রী
  • অস্কার মঞ্চে অভিবাসীদের অবদান তুলে ধরলেন অশ্রুসিক্ত জো