সুনামগঞ্জের ভান্ডাবিল হাওরের পানি যাতে সহজে নেমে যেতে পারে, সে জন্য নির্মাণ করা হয়েছিল বাহাড়া স্লুইসগেট। কিন্তু এই স্লুইসগেটটি গত ১০ বছর হয় কাজ করছে না। এরই মধ্যে স্লুইসগেটমুখী খাল ভরাট হয়ে গেছে। এখন হরিনগর খাল ও কান্দোকলার বাঁধ কেটে দিলেই শুধু বর্ষা মৌসুমে ভান্ডাবিল হাওরের পানি নামে। প্রতি বছর এই দুই বাঁধ কাটায় ১০ থেকে ১৫ লাখ টাকা অতিরিক্ত খরচ হয়। অথচ বাহাড়া স্লুইসগেট থেকে হাওরমুখী প্রায় এক কিলোমিটার খাল খনন করলে প্রতি বছর বাঁধ কাটতে হতো না।
এসব কথা বলছিলেন শাল্লা উপজেলার ভান্ডাবিল হাওরপারের বাহাড়া গ্রামের বাসিন্দা কালীকৃষ্ণ দাস, শিবপুর গ্রামের শৈলেন তালুকদার, হরিনগরের শিমুল দাস ও কান্দোকলা গ্রামের মনোরঞ্জন দাস।
জলাবদ্ধতায় সবচেয়ে বেশি কষ্ট পান জামালগঞ্জের পাগনার হাওরপারের লক্ষ্মীপুর গ্রামের মানুষ। সেখানকার জামায়াত নেতা সিরাজুল হক অলি বলেন, গজারিয়া গ্রামের মাঝামাঝি এলাকায় স্লুইসগেট করা হয়েছিল। সাত-আট বছর আগেও এই স্লুইসগেট দিয়ে পাগনার হাওরের পানি সুরমা নদীতে নামত। এখন স্লুইসগেট থেকে হাওরের পাঠামারা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার ভরাট হয়ে গেছে। এ কারণে এদিকে আর পানি নামে না। হাওরের দক্ষিণ-পশ্চিমাংশের পানি এখন নামে ডালিয়া স্লুইসগেট দিয়ে। হাওরে চাষাবাদের মৌসুম শুরু হয়েছে আরও আগে। অথচ ডালিয়া স্লুইসগেট খোলা হয়েছে গত বুধবার। হাওরে বাঁধের নামে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু পানি কীভাবে নামবে, চাষাবাদ কীভাবে হবে, স্লুইসগেটগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে– এমন চিন্তা করে না কোনো কর্তৃপক্ষ। 
এই উপজেলার গণমাধ্যমকর্মী বিশ্বজিত রায় হালির হাওর ঘুরে এসে জানান, সেখানের সুন্দরপুরের পাশের স্লুইসগেটটিও স্থানীয়দের কাজে আসছে না। কারণ স্লুইসগেটটির হাওরমুখী খাল ভরাট হয়ে গেছে। এটি দিয়ে সামান্য পরিমাণে যা পানি নামে, তা না নামার মতোই। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, স্লুইসগেট থেকে হালির হাওরমুখী খাল খনন না করায় প্রতি বছর কয়েকটি স্থানের বাঁধ কেটে পানি নামানো হয়। তাতে বছরে বছরে হয় বাঁধের ব্যবসা।

তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তঘেঁষা সমসার হাওরে ২০১৩ সালে একটি স্লুইসগেট নির্মাণ করে এলজিইডি। পাটলাই নদীর উত্তর শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামসংলগ্ন স্থানে কোটি টাকা ব্যয়ে এ স্লুইসগেটটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ ত্রুটির কারণে এটি চালু হওয়ার পর উল্টো দুর্ভোগে পড়েন হাওরপারের কৃষক। নদীতে পানি বৃদ্ধি পেলে এ স্লুইসগেটের কপাট বন্ধ করা যায় না। তাছাড়া সংস্কার না হওয়ায় এর লোহার কপাট ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে। তাই নদীতে পানি বৃদ্ধি হলে হাওরে পানি ঢোকে। ২০১৫ ও ২০১৭ সালে এই স্লুইসগেট দিয়ে পানি প্রবেশ করে হাওরের বোরো ধান তলিয়েছিল। 
জানা গেছে, শুধু এই চারটিই নয় বরং জেলার বেশির ভাগ হাওরের স্লুইসগেট কাজ করছে না। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) সমসার হাওর আঞ্চলিক কমিটির সভাপতি কলাগাঁও গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, নির্মাণের সময়ই এখানকার স্লুইসগেটে ত্রুটি ছিল। তাই কৃষকবান্ধব এ প্রকল্পটি এখন সমসার হাওরের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নদীতে পানি বাড়লে কৃষকরা বস্তায় মাটি ভরে বাঁশের ঠেকা দিয়ে কপাটের মুখ বন্ধ করে। কিন্তু কপাট ঠিকমতো বন্ধ হয় না, তাই হাওরে পানি প্রবেশ করে। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন কর্মকর্তা জানান, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো ভেন্ট রেগুলেটর, রেগুলেটর, স্লুইসগেট, পাইপ স্লুইসগেট আছে এই জেলায় ৩৩টি। এর মধ্যে সচল ২৩টি এবং অচল ৯টি। এসব অবকাঠামোর মধ্যে অপসারণযোগ্য তিনটি। তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বৈজ্ঞানিক-১ ভেন্ট রেগুলেটর, আহম্মকখালী রেগুলেটর, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর পাইপ স্লুইসগেট, কৃষ্ণতলা পাইপ স্লুইসগেট, জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের রাইঙ্গা রেগুলেটর, বুরিডক্কা রেগুলেটর, জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের ডালিয়া রেগুলেটর, বেহেলী ইউনিয়নের বেহেলী রেগুলেটর, ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া রেগুলেটর বর্তমানে অচল অবস্থায় আছে। এ ছাড়া অপসারণযোগ্য হলো ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ধানকুনিয়া রেগুলেটর, জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের রাইঙ্গা রেগুলেটর ও বুরিডক্কা রেগুলেটর। 
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, খাল ভরাট হয়ে পানি না নামতে পারা একটি স্লুইসগেটের তথ্য আমাদের কাছে আছে। সেটি জামালগঞ্জের পাগনার হাওরের গজারিয়া স্লুইসগেট। খাল ভরাট হওয়ায় পানি না নামার আর কোনো তথ্য নেই। গজারিয়া স্লুইসগেট থেকে পাগনার হাওরমুখী খাল খনন করার পরিকল্পনা পাউবোর রয়েছে। এ ছাড়া হাওরের ১০টি স্লুইসগেট এ বছর মেরামত করে সচল করা হবে। অন্যগুলোও কার্যকর করা হবে পর্যায়ক্রমে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল র স জ ম লগঞ জ

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ