বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অবৈধভাবে শিকার করা প্রায় ১২০০ ঝুট শালিক পাখি উদ্ধারের পর অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট গ্রামের একটি বিল থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিশেষ জালে আটকে রাখা পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় শিকারিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, “শীতের মৌসুমে মাছের ঘের ও বিলের আশেপাশে পাখির আনাগোনা বেড়ে যায়। এই সুযোগে একশ্রেণির অসাধু শিকারি বিভিন্ন ফাঁদ পেতে পাখি ধরে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা গাওলা বিল এলাকায় অভিযান চালাই। একটি মৎস্য ঘেরের অস্থায়ী ঘরের ভেতর বিশেষ জালে আটকে রাখা ১২০০ ঝুট শালিক উদ্ধার করি এবং পাখিগুলোকে মুক্ত করি।”
তিনি আরও বলেন, “আমাদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। যদি আমরা আরও কিছুটা দেরি করতাম, তাহলে পাখিগুলো পাচার হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। পাখি শিকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলবে।”
ঢাকা/শহিদুল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জিনদের আহার্য
মহানবী (সা.) একবার তার সাহাবি আবু হুরায়রা (রা.)-কে বললেন কিছু পাথর নিয়ে আসতে। তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রা.) কাপড়ে করে কিছু পাথর এনে সেগুলো নবীজি (সা.)-এর পাশে রেখে চলে গেলেন। নবীজি (সা.) কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাইরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসুল, হাড় ও গোবরে সমস্যা কী? তিনি উত্তরে বললেন, সেগুলো জিনদের খাবার। নাসিবিন শহরে (সিরিয়া ও ইরাকের মধ্যে আলজাযিরার একটি নগরী) জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা সবাই খুব ভালো জিন। আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে, তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে। (বুখারি, হাদিস: ৩,৫৭৮)
আরও পড়ুনইবলিস কি জিন নাকি ফেরেশতা১৬ মার্চ ২০২৫তাই কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। (তিরমিজি, হাদিস: ৩,২৫৮)
আর দুষ্ট জিন ও শয়তানরা খায় এমন খাবার, যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না। যেসব খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, সেগুলো তারা ছুঁয়েও দেখে না।
গোবরে জিনদের পশুদের জন্য খাবার জমা হয়। তার মানে জিনদের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে। রাসুল (সা.) বলেছেন, ‘গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।’ (তিরমিজি, হাদিস: ১৮)
আরও পড়ুনকোরআন শুনে একদল জিন ইসলাম ধর্ম গ্রহণ করেন০৬ আগস্ট ২০২৩