অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, নতুন মুখ দিনুশা
Published: 24th, January 2025 GMT
অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) থেকে গলে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ শ্রীলঙ্কা ক্রিকেট দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে রাখা হয়েছে স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশাকে।
ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই দলে ডাক পেয়েছেন দিনুশ। কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে গেল কয়েক সপ্তাহে দারুণ পারফরম্যান্স করেছেন।গেল মাসে হাঁকিয়েছেন দুই-দুটি প্রথম শ্রেণির সেঞ্চুরি। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষেও রান পেয়েছিলেন। ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট ও বল হাতে তার গড় যথাক্রমে ৪০.
ইনজুরির কারণে দলে নেই পাথুম নিসাঙ্কা। তার পরিবর্তে নেওয়া হয়েছে ব্যাটসম্যান লাহিরু উদারাকে। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভারও কিছুটা ইনজুরি রয়েছে। তবে তাকে দলে রাখা হয়েছে।
আরো পড়ুন:
শ্রীলঙ্কা সফরে একটি নয় দুটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া
মুসলিম-তামিলদের ‘মনের মানুষ’ অনূঢ়া!
লেগ স্পিনার জেফেরি বন্দরসে ও অফ-স্পিনার নিশান পেইরিসও জায়গা পেয়েছেন দলে। যথারীতি শ্রীলঙ্কার স্পিন আক্রমণকে নেতৃত্ব দিবেন প্রবথ জয়সুরিয়া। পেস বিভাগে আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রত্নায়েকে।
ব্যাটিংয়েও আছে পরীক্ষিতরা। দিমুথ করুণারত্নে এই সিরিজে তার শততম টেস্ট পূর্ণ করবেন। এছাড়াও আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুর্দান্ত ফর্মে থাকা কামিন্দু মেন্ডিস। ধনঞ্জয়া ডি সিভলা ও কুসল মেন্ডিসও রয়েছেন ব্যাটসম্যানদের তালিকায়। মিডল অর্ডার ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে আছেন সাদিরা সামারাবিক্রমা।
১১ টেস্টের ৬টিতে হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ নেই শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া তাদের ১৭ ম্যাচের ১১টিতে জিতে ও দুটিতে ড্র করে ইতোমধ্যে ফাইনালে নাম লিখিয়েছে। তাদের সঙ্গে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকাও।
শ্রীলঙ্কা টেস্ট দল:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা (ফিটনেস সাপেক্ষে), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিন্দু মেন্ডিস, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রবথ জয়সুরিয়া, জেফরি বন্দরসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রথনায়েক।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’