বাংলা‌দেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও বিএন‌পি ব‌হি‌ঃর্বিশ্ব ক‌মি‌টির প্রকাশনা সম্পাদক এস.আলম রাজীব ব‌লে‌ছেন, বিএন‌পি জনগ‌নের দল, জনগ‌নের সমর্থন নি‌য়ে কাজ ক‌রে‌ছে। আগামীর রাজনী‌তি হ‌বে জনকল‌্যানমূলক।

শুক্রবার (২৪ জানুয়ারী) বি‌কে‌লে নগরীর ১৮নং ওয়া‌র্ডে অনু‌ষ্ঠিত সন্ত্রাস ও মাদক বি‌রোধী সমাজ এবং ৩১ দফা বাস্তবায়‌নের লক্ষ্যে জনস‌চেতনতায় র‌্যালীর আয়োজন ক‌রে ১৮নং ওয়ার্ড বিএন‌পি এবং অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের তৃণমূল নেতৃবৃন্দ। সেখা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এ কথা ব‌লেন এস.

আলম. রাজীব।

জনসচেতনতায় অনু‌ষ্ঠিত এই র‍্যালীটি নারায়ণগঞ্জ মহানগরের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী‌তে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর কন্ঠে সন্ত্রাস ও মাদক বিরোধী স্লোগান এবং ৩১ দফার পক্ষে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।

বক্ত‌ব্যে এস.আলম রাজীব বিএন‌পির কিছু নামধারী নেতা‌দের কার‌নে বর্তমা‌নে স্বৈরাচা‌রের দোসররা প্রকা‌শ্যে আস‌তে শুরু ক‌রে‌ছে উল্লেখ ক‌রে আরো ব‌লেন, বর্তমা‌নে স্বৈরাচা‌রের দোসররা প্রকা‌শ্যে আস‌তে শুরু ক‌রে‌ছে আমরা ওইসব দোসর‌দের বিরু‌দ্ধে স্বোচ্চার আছি এবং আগামী‌তেও স্বোচ্চার থাক‌বো।

তি‌নি ব‌লেন, অত‌্যন্ত দুঃ‌খের স‌হিত বল‌তে হ‌চ্ছে আমা‌দের বিএনপির ম‌ধ্যেই কিছু নামধারী নেতা র‌য়ে‌ছে যারা তা‌দের ব‌্যা‌ক্তিস্বার্থ হা‌সি‌লের জন‌্য প্রত‌্যক্ষ বা প‌রোক্ষভা‌বে চা‌চ্ছে ওসমান প‌রিবা‌রের দোসর‌দের পূনবা‌র্সিত কর‌তে। আমরা দে‌খে‌ছি বিগত ১৪ বছর অ‌নে‌কেই ওসমান প‌রিবা‌রের দালা‌লি ক‌রেছে।

তারা দি‌নে বিএন‌পি রা‌তে ওসমান প‌রিবা‌রের অনুমু‌তি নি‌য়ে পর‌দিন শোডাউনের রাজনী‌তি কর‌তো। সেই তারাই এখন ওসমান দোসর‌দের থে‌কে অ‌র্থিক এবং বা‌নি‌জ্যিক সু‌যোগ সু‌বিধা নি‌য়ে তা‌দের পূনর্বাসন কর‌তে চা‌চ্ছে। কিন্তু শহীদ জিয়ার আদ‌র্শের সৈ‌নিকরা যত‌দিন নারায়ণগ‌ঞ্জের মা‌টি‌তে জী‌বিত আছে এবং দেশ নায়ক তা‌রেক জিয়ার সৈ‌নিকরা যত‌দিন আমরা জী‌বিত আছি  আমরা তা‌দের এই নগ্ন ষড়যন্ত্র কখ‌নোই সফল হ‌তে দি‌বো না।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল- নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব শেখ মোঃ সিয়াম কর্তৃক আয়োজিত উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা এস. আলম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর আলম রতন, কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি ও মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, মহানগর সাইবার ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান চৌধুরী জুয়েল, মহানগর সাইবার ইউজার দল নেতা কাজী নাজমুল হাসান মাসুম, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি রিফাত চৌধুরী, সহ-সভাপতি রাহিম চৌধুরী ও অন্যান্য বিভিন্ন ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন- সিয়াম, মিশা‌ল, শামীম, গোলাম রা‌ব্বি, হৃদয়, সাগর, দিপু, রা‌সেল, রায়হান, পুলক, মে‌হেদী হাসান সা‌নি, নূর হো‌সেন, মিজানুর রহমান, মাসুম, বাহাউদ্দিন সহ নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা ও ১৮নং ওয়া‌র্ড সাইবার ইউজার দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

এদি‌কে, পূর্ব ঘোষিত উক্ত র‍্যালী কর্মসূচিটির পর নিতাইগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম কোকোর রূহের মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে দোয়া করা হয়।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ দল ন ত দল র স ওসম ন রহম ন আলম র

এছাড়াও পড়ুন:

বন্দর ইউনিয়ন যুবদলের কর্মীসভা, শহীদ স্বজনের জন্য দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাঁখার আওতাধীন বন্দর উপজেলার বন্দর ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। আর কর্মী সভার উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আবুল হোসেন স্বজনের পিতা জাকির হোসেন। 

বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বন্দর ইউনিয়নের পুরান বন্দর চৌধুরীবাড়ি এই কর্মীসভার আয়োজন করা হয়। 

কর্মী সভার শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ আবুল হোসেন স্বজনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ স্বজনের চাচা হাজী জাহির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন,  যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন  বন্দর উপজেলার বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • “সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেনা”
  • সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেনা
  • তারুণ্যের’ ২৪ এর উদ্যোগে শহরে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী বিক্ষোভ
  • নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী বিক্ষোভ
  • ডিসিকে প্রাইভেট ক্লিনিক মালিক ও ডায়াগনষ্টিক সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা  
  • শিশুরা কোমল, তাদের যত্ন নিয়ে গড়তে হবে : নূর কুতুবুল
  •  সোনারগাঁয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
  • আ’লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাদের তদবির
  • ফ্যাসিস আওয়ামীলীগের দোসরদের সুযোগ দিবেন না : সাহেদ 
  • বন্দর ইউনিয়ন যুবদলের কর্মীসভা, শহীদ স্বজনের জন্য দোয়া