খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইয়াসির আরাফাত হোয়াইট খুলনা নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে।

ওসি তৈমুর ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট খালিশপুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সবশেষ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ইয়াসির আরাফাত হোয়াইটের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/নুরুজ্জামান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিয়ে করলেন সারজিস আলম

বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম। আজ শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও বিষয়টি নিশ্চিত করেন।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফেয়েড আইডিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।’

নববিবাহিত সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহও।

সম্পর্কিত নিবন্ধ