কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী মানুষের মাঝে দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে আলেম সমাজকে জিম্মাদারি দায়িত্ব পালন করতে হবে। নানা ষড়যন্ত্রের কারণে মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে। বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের কারণে যুবসমাজ পথ হারাচ্ছে।

শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবে জাতীয় দাওয়াহ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এ সম্মেলনের আয়োজন করে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ। 

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্যে সংগঠনের আমির ড.

শহীদুল ইসলাম ফারুকী বলেন, অশান্ত পৃথিবীতে মানবতার জাগৃতিই একমাত্র মুক্তির পথ। 

তিনি বলেন, মানবতা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার শূন্যতার কারণেই আজ পৃথিবীর এই বিপর্যয়কর অবস্থা। এ অবস্থা থেকে উত্তরণের জন্যই পয়ামে ইনসানিয়াতের আন্দোলন। এর বিষয়বস্তু হচ্ছে মানবতা ও নৈতিকতা। 

অনুষ্ঠানে লিখিত বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। 

তিনি বলেন, দাওয়াতের কারণেই এ উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি। দাওয়াত আমাদের হাতিয়ার। তবে দাওয়াতি কাজে আমাদের জানতে হবে মহানবী হজরত মুহাম্মদ সা. এর পদ্ধতি ও কৌশল সম্পর্কে। দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ও ধর্মীয় অবস্থাকে সামনে রেখে ইসলামের সুমহান আদেশের দাওয়াত দিতে হবে। 

সংগঠনের উপদেষ্টা আল্লামা আবদুর রাজ্জাক নদভী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, আ. ফ. ম আকরাম হুসাইন, মামুনুর রশীদ চাঁদপুরী, আহমাদ মোস্তফা, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসল ম

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র‍্যাব

রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র‍্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।

মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র‍্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ