চট্টগ্রামের রাউজানে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎবাহী তারে জড়িয়ে হাবিবুর রহমান শাহরিয়ার (২৬) নামে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাউজান পৌরসভার দায়ার ঘাটা সংলগ্ন এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে। হাবিবুর বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করছিলেন। এতে আহত হয়েছেন দুজন। 

হাবিবুর রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সানাউল্লাহর বাড়ির প্রয়াত মো.

বাবুর ছেলে। হাবিবুরকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন একই এলাকার ফজল আলী সারাং বাড়ির আবুল কালামের ছেলে আবুল হাসনাত সায়মন (২১) ও বোচা উদ্দিন গাজির বাড়ির মো. আলীর ছেলে প্রবাসী আখতারুজ্জামান বাবু (২৬)। 

হাবিবুরের চাচাতো ভাই শহিদুল আলমস বলেন, রাতে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে সড়ক বাতিতে সংযোগ দিতে গিয়ে আগুন লাগে। সংযোগ করা তারের ধারণ ক্ষমতা কম হওয়ায় লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। 

শুক্রবার জানাজা শেষে হাবিবুরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আহত সায়মন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। প্রবাসী আখতারুজ্জামান গহিরা জে.কে মোমেরিয়াল হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী প্রকৌশলী মুন্সি নুর মোহাম্মদ আশেক এলাহি হিরক বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। কারও কাছ থেকে কোনো তথ্যও পাননি। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির (বিপ্লব) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ সোমবার বিকেলে ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার ফিচকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম নাছির পারিবারিক কাজে সোমবার পাঁচবিবি উপজেলা সদরে এসেছিলেন। তিনি ইফতার করতে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। ইফতারের আগে ফিচকার ঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কে ঘোরানোর সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে গোলাম নাছির মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম সোমবার রাত সোয়া দশটায় প্রথম আলোকে বলেন, ইফতার করতে বাড়িতে যাওয়ার সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ