জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েও এদেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এদেশে ৬ দফা হয়েছে, ১৮ দফা হয়েছে, কিন্তু কোনো অধিকার বাস্তবায়ন হয়নি। জুলাই বিপ্লবের পরে মানুষ মনে করছিলো একটা ভালো কিছু হবে। কিন্তু এর বিপরীতে উল্টো চাঁদাবাজি, রাহাজানি বেড়ে গেছে। 

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী উত্তর থানা আয়োজিত কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফতুল্লা কায়েমপুর এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন আরও বলেন, মুক্তির একমাত্র পথ আল্লাহর আইন। রসূল সমাজ পরিবর্তন করেছিলেন আল্লাহর কোরআনের আইন পরিচালনা করেছিলেন। তিনি কোরআনের আইন দিয়ে শান্তি এনেছিলেন। কোরআনের আলোকে এসে, কোরআনের সংস্পর্শে এসে আবু বকর ওসমান, আলী উজ্জ্বল হয়েছেন। ইসলামের সঠিক দাওয়াত না বুঝার কারনে আমরা দূরে সরে আছি। 

তিনি বলেন, আমাদের সংগঠনকে মজবুত করার জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে মানুষের কাছে সঠিক দাওয়াত পৌঁছাতে হবে। নারায়ণগঞ্জের জমিনে দ্বীনের দাওয়াতের জন্য আগামী ৭ ফেব্রুয়ারী আমীরে জামায়াত আসবে। ময়দানে তৎপর থেকে আমরা কাজ করে যাবো। ঐদিন আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিজন সকলকে নিয়ে ওসমানী স্টেডিয়ামে যাবো, ইনশাআল্লাহ। 

কর্মী সমাবেশ বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন বলেন, আমরা কোনো মানব রচিত আইন চাই না।আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবো। আল্লাহ বলছে, তোমরা আল্লাহকে ভয় করো, আরেক আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, মাল এবং জান দিয়ে দ্বীন কায়েমের লক্ষ্যে জিহাদ ফিসাবিলিল্লাহ'র কাজে এগিয়ে যাও। আমরা চাই আল্লাহর জমিনে ইসলাম কায়েম হবে, ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি হাফেজ মাওলানা সাইফুদ্দীন মনির বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর আইন কায়েম করতে হবে। আজ আমাদের প্রস্তুত হতে হবে, আগামী ৭ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জে আমীরে জামায়াত  বিজয়ের বেশে আসবে, ইনশাআল্লাহ। আমাদের একটাই স্বপ্ন হবে, আমরা মরলে হবো শহীদ, বাচলে হবো গাজী। জান এবং মাল দিয়ে যে ব্যক্তি জিহাদ করে না তারা ঈমানদার নয়।

কর্মী সমাবেশ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর মুহাঃ আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সূরা এবং কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন ফরিদ। মোস্তফা মনোয়ার তারেক। সাংগঠনিক উত্তর থানা সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ক রআন র আল ল হ র আইন ইসল ম

এছাড়াও পড়ুন:

অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার   

ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক। 

গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে  সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়। 

সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে। 


 

সম্পর্কিত নিবন্ধ

  • পরিবেশবান্ধব ভেগান লেদার উদ্ভাবন করে সাড়া জাগালেন নারায়ণগঞ্জের শিক্ষার্থী সাদিয়া
  •  নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, আতংকে এলাকাবাসী  
  • সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে ফ্রি থেরাপী সেবা প্রদান
  • নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ৮ জন দগ্ধ
  • যুবদল কর্মীর বাড়িতে গুলি, পথচারী আহত
  • যানজট কমায় শহরে স্বস্তি
  • গাছ রক্ষায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
  • অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার