আজ ২৪ জানুয়ারি ছিল শিশু সাদিবের (৮) জন্মদিন। এ উপলক্ষে তার বাড়িতে ছিল নানা আয়োজন। তবে, সাদিবের জন্মদিন আর পালন করা হল না পরিবারের সদস্যদের। সড়ক পার হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছে সে।

এ ঘটনায় অটোরিকশাটি উল্টে আহত হয়েছেন সেটির যাত্রী সাংবাদিক আশিক ইকবাল রাসেলসহ ছয়জন। 

শুক্রবার (২৪জানুয়ারি) দুপুরে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া আঞ্চলিক সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

বরিশালে অটোরিকশার চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

নড়াইলের সড়কে ঝরল পশু চিকিৎসকের প্রাণ

মারা যাওয়া সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে। গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশার চালক সাঁথিয়ার লক্ষীপুর গ্রামের জয়েন খাঁ মোল্লার ছেলে মাহতাব উদ্দিনকে (৫০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, দুপুরের দিকে সিএনজি চালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে রওনা হয়। উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া সড়কের আফড়া শামুকজানি বাজারের কাছে পৌঁছালে শিশু সাদিব অটোরিকশার সামনে দিয়ে দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করে। এসময় অটোরিকশাটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাদিবকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি সড়কের পাশের গাছে ধাক্কা লেগে উল্টে যায়।

 এ ঘটনায় সাদিব, অটোরিকশার চালক মাহতাব ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন পরে সাদিবকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে রওনা হন। পথেই সাদিবের মৃত্যু হয়। আহত অন্যদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন বলেন, “আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল। ছেলের জন্মদিন আর পালন করা হল না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই।”

ওসি সাইদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত উপজ ল

এছাড়াও পড়ুন:

নাটোরে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, কার্যালয় ভাঙচুর

নাটোরের লালপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

গতকাল সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুলপুর গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে জুলহাস আলী (৫৫), রিপন আলীর ছেলে মো.রাফি (২২), করিম মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২১), জারেফ আলীর ছেলে শিশির হোসেন (১৪), হাজজাজের ছেলে মো. শুভ্র (৩০) ও আলমগীর হোসেন (৪৫)। এর মধ্যে জুলহাস আলী চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে বাওড়া রেল ব্রিজ এলাকায় মেলায় লটারি কেনাবেচা নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তাঁর বন্ধু আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এই ঘটনার জেরে রাতে পুনরায় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় আরিফের সমর্থক শুভ্র ও কালামের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কার্যালসসহ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের জুলহাস আলী, শুভ্র ও আলমগীরসহ ছয়জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ বিষয়ে চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী বলেন, ‘আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই।’

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

সম্পর্কিত নিবন্ধ

  • নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশু আহত
  • নাটোরে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, কার্যালয় ভাঙচুর
  • বংশালে গ্যাস লিকেজ থেকে আগুন, ছয়জন দগ্ধ