জেনিফারের সঙ্গে প্রেমের গুঞ্জন, ওবামার সংসার ভাঙার খবর কতটা সত্য
Published: 24th, January 2025 GMT
‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’— শিরোনামে যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রিটি গসিব ম্যাগাজিন ‘ইনটাচ’ গত বছর কভার স্টোরি প্রকাশ করেছিল। পাশাপাশি লেখা হয়েছিলে, “জেনিফার অ্যানিস্টন মিশেলের স্বামীর মনোযোগ কেড়ে বিশ্বাসঘাতকতা করেছে। তারা (জেনিফার-বারাক) পরস্পরের প্রতি মোহাচ্ছন্ন।”
ম্যাগাজিনটির এই সংখ্যা প্রকাশের পর হইচই পড়ে গিয়েছিল। তারপর জল অনেক গড়িয়েছে; আলোচনার আগুন স্তিমিত হয়েছে। কিন্তু হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের প্রেমের খবর নতুন করে ছড়িয়ে পড়েছে। এখানেই যবনিকাপাত করা যাচ্ছে না। কারণ বারাক ওবামার সঙ্গে তার স্ত্রী মিশেল ওবামার সংসারও ভেঙে যাচ্ছে বলে আজব দুনিয়ায় গুজব উড়ছে!
মূলত, ‘মেলানি কিং’ নামে একটি এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে আলোচনায় বারাক ওবামা-জেনিফার। এ পোস্টে বলা হয়েছে, “ জেনিফার অ্যানিস্টনের এক বন্ধুর ফাঁস হওয়া ক্ষুদে বার্তা থেকে নিশ্চিত হওয়া গেছে, বারাক ওবামার সঙ্গে ডেটিং করছেন জেনিফার এবং মিশেলকে ডিভোর্স দিচ্ছেন। সে (বারাক ওবামা) এখন জেনিফারের সঙ্গে আছেন। জেনিফার বন্ধুদের আড্ডায় এ কথা স্বীকার করেছেন।”
আরো পড়ুন:
যারা পেলেন এবারের অস্কার মনোনয়ন
প্রখ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন
সোশ্যাল মিডিয়ায় ‘মেলানি কিং’-এর পোস্টটি এখন ভাইরাল। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি ঘটনা। গত ২০ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি হিসেবে স্বামী বারাক ওবামার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মিশেল ওবামার। কিন্তু সেখানে দেখা যায়নি তাকে। মিশেলের অনুপস্থিতি ওবামার সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনের আগুনে ঘি হিসেবে কাজ করেছে। ফলে, নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন।
বারাক ওবামার সঙ্গে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না— এ কারণে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাননি মিশেল। এ যুক্তির পাল্টা যুক্তিও রয়েছে। তা হলো— ট্রাম্প-মিশেলের দ্বন্দ্ব। আটলান্টায় এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন ফার্স্ট লেডি মিশেলকে ‘বিদ্বেষী’ বলে মন্তব্য করেছিলেন। এ নিয়েও পাল্টা মন্তব্য করেছিলেন মিশেল। সঙ্গত কারণে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মিশেলের না যাওয়াই স্বাভাবিক!
বারাক ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নানা চর্চা হাওয়ায় ভেসে বেড়ালেও মুখ খুলেননি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। তবে ‘ইনটাচ’ খবর প্রকাশের পর গত বছর কথা বলেছিলেন ‘দ্য ব্রেক আপ’খ্যাত এই তারকা। টিভি সাক্ষাৎকারে পরিষ্কারভাবে এই অভিনেত্রী বলেছিলেন— “এটি একেবারেই মিথ্যা।” পরে মজা করে বলেছিলেন, “আমি কি পাগল।”
বারাক ওবামার সঙ্গে জেনিফার একবার দেখা করার সুযোগ পেয়েছিলেন। তা স্মরণ করে এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি তার সঙ্গে একবার দেখা করেছিলাম। তার চেয়ে মিশেলকে আমি ভালো জানি।”
এসব উটকো ব্যাপার নিয়ে বারাক ওবামার কথা বলার ফুসরত আছে বলে মনে করেন না নেটিজেনদের একাংশ। বরং ভালোবাসার মানুষ নিয়ে দিব্যি ভালো সময় পার করছেন ৬৬ বছরের বারাক ওবামা। তার প্রমাণ মেলে প্রাক্তন এই প্রেসিডেন্টের একটি পোস্টে।
গত ১৭ জানুয়ারি ছিল মিশেল ওবামার জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীর সঙ্গে তোলা ছবি মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্ট করে লেখেন— “শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমার জীবন মিশেল ওবামা। তোমার উষ্ণতা, বুদ্ধিমত্তা, হাস্যরস, লাবণ্যতা দিয়ে আমার প্রতিটি ঘর ভরিয়ে দিয়েছো।”
তথ্যসূত্র: ডেইলি মেইল, পিপল
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র জ ন ফ র অ য ন স টন কর ছ ল
এছাড়াও পড়ুন:
দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের ডিম-দুধ, পাননি অনেকেই
নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের গাড়ি পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর শুরু হয় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি। দুপুর ১২টার কিছুক্ষণ পরেই দেখা গেল গাড়িতে ডিম ও দুধ নেই। কেবল ১৬ কেজি গরুর মাংস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গেছে সুলভ মূল্যে বিক্রির জন্য আনা দুধ ও ডিম।
আজ সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস এলাকায় দেখা গেছে এমন চিত্র। এদিন নগরের ওয়্যারলেস ও টেক্সটাইল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আজ প্রতিটি গাড়িতে ২০০ লিটার দুধ, ১ হাজার ৫০০ পিস ডিম ও ৭৫ কেজি করে মাংস ছিল। সে হিসেবে মাত্র দেড় ঘণ্টায় ২০০ লিটার দুধ ও ১২৫ ডজন ডিম বিক্রি শেষ হয়ে গেছে। তবে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয় লোকজন বলছেন, তাঁরা অনেকে আগে এসেও পণ্য পাননি।
এদিন অন্তত ১০ ক্রেতা দুধ-ডিম না পেয়ে ফেরত গেছেন। ডিম কিনতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘আমি দুপুর ১২টার দিকে এসে ডিম পাই নাই। বাসা থেকে আসতে আসতেই দেখি সব শেষ। তাঁরা নাকি দেড় হাজার ডিম আনছে। তাহলে আমরা পাই নাই কেন?’
গাড়ি থেকে এসব পণ্য কেনার জন্য প্রথমে টাকা দিয়ে স্লিপ নিতে হয়। কর্মকর্তারা জানান, একজন সর্বোচ্চ এক ডজন ডিম, এক বা দুই লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারেন। কেউ চাইলে শুধু ডিম, দুধ অথবা মাংস কিনতে পারবেন। তবে মাংসের চাহিদা তুলনামূলক কম।
দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে কর্মকর্তারা বলেন, ঢাকায় ফ্রিজার ট্রাক রয়েছে। ফলে তারা দীর্ঘ সময়ের জন্য পণ্য নিয়ে আসতে পারে। কিন্তু চট্টগ্রামে সে সুযোগ নেই। তাই পরিমাণ কম। আবার দ্রুত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। মাংসের চাহিদা কম থাকায় কিছু মাংস থেকে গেছে। ডিমের চাহিদা বেশি ছিল। দেড় থেকে দুই ঘণ্টায় শেষ হয়ে গেছে।