ভিনিসিয়ুসকে পেতে আল আহলি ৩৬৫ মিলিয়ন ডলার খরচে রাজি
Published: 24th, January 2025 GMT
গত বছর দুয়েকে ধরে ক্রিস্টিয়ানো রোনালদো, কারিম বেনজেমা, নেইমার, সাদিও মানে সহ বিশ্ব ফুটবলের অনেক বহু বড় তারকারা নাম লিখিয়েছেন সৌদি প্রোলিগের ক্লাব গুলোতে। সেই ধারাবাহিকতায় গত মৌসুম থেকেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে জুনিয়রকে পেতে চেয়েও সফক হয়নি সৌদি ক্লাবগুলো।
তবে মরুর দেশের মানুষ হওয়াতেই হাল ছাড়ার পক্ষে নয় তারা। গুঞ্জন আছে ভিনিসিয়ুসকে পেতে আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি ক্লাবগুলো। ফিফার বর্ষসেরা এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে পেতে অবিশ্বাস্য এক অংক প্রস্তাব করতে পারে আল আহলি।
আরো পড়ুন:
এমবাপের জোড়া গোলে টেবিলের চূড়ায় রিয়াল
ইয়ামালই এই মুহূর্তে সেরা তবে মেসির পরে
ইএসপিএন এবং স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদন অনুসারে, আল আহলির প্রস্তাবটি হতে যাচ্ছে ফুটবল দলবদলের বাজারের ইতিহাসে সবচেয়ে বড়। সৌদি ক্লাবটি ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় একটা প্রস্তাব দিতে যাচ্ছে ভিনিসিয়ুসের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদকে। যা ব্রাজিলিয়ান তারকাকে বানাবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। তবে একদিন আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে শত গোলের মাইলফলক স্পর্শ করা ভিনির সাফ কথা, স্বপ্নের ক্লাবে থেকেই নিজেকে নতুন উচ্চতায় তুলে নিতে চান তিনি।
২০২৩ সালে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনি। নতুন চুক্তি অনুযায়ী এই উইঙ্গার মাদ্রিদে থাকবেন ২০২৭ সাল পর্যন্ত, তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। তবে এর মধ্যে ৩৬৫ মিলিয়ন ডলারের (টাকার অংকে ৪ হাজার ২০০ কোটি) নতুন এই প্রস্তাবে আবারও নড়েচড়ে বসেছে ফুটবল দুনিয়া। অন্যদিকে সৌদি ক্লাবগুলোর ধারণা রিয়ালে এই মৌসুমে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে যোগ দেওয়ায় ভিনি গুরুত্বের সঙ্গে ভাববেন প্রস্তাবটি।
ভিনিসিয়ুসকে পেতে আল আহলি জোর চেষ্টা শুরু করলেও একই দৌড়ে আছে অন্য ক্লাবও। রোনালদোর আল নাসর এবং নেইমারের ক্লাব আল হিলালও নাকি কিনতে চায় ভিনিকে। আপাতত অবশ্য এই দুই ক্লাবের চেয়ে বেশ এগিয়ে আছে আল আহলিই। যেখানে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ এবং ইভান টনির মতো তারকারা খেলেন।
সৌদি প্রস্তাবের প্রসঙ্গে এই ২৪ বছর বয়সী তারকা অবশ্য যা বললেন তাতে মন জুড়িয়ে যাবে ফুটবলপ্রেমীদের। ভিনিসিয়ুস টিএনটি ব্রাজিলকে বলেন, তার ভাবনা শুধু রিয়ালকে ঘিরেই, “আমার পরবর্তী পদক্ষেপ হলো নিজের খেলায় প্রতিনিয়ত উন্নতি করার ব্যাপারটি মাথায় রাখা। নিজেকে আরও সমৃদ্ধ করে তোলার পথে এগিয়ে চলা এবং বিশ্বের সবচেয়ে বড় ক্লাবকে সহায়তা করা।”
রিয়ালে নিয়ে ভিনিসিয়ুস তার স্বপ্নের কথাও জানাতে ভুললেন না, “আমার স্বপ্ন ছিল এই ক্লাবে আসা, সেরা ফুটবলারদের সঙ্গে খেলা। এখনকার কথা বললে, এটিই আমার স্বপ্ন, বড় চিন্তা করা এবং এই ক্লাবের জার্সি গায়ে আরও অনেক ট্রফি জেতা।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না: রণবীর
বলিউডে প্রথম সারির একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেম নিয়ে খবরে এসেছিলেন রণবীর কাপুর। যদিও ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভটের সঙ্গে বিয়ে সারেন রণবীর। একবছরের মাথায় তাঁদের জীবনে আসে কন্যা রাহা। এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে পুরোপুরি সংসারী রণবীর। আলিয়াকে নিয়ে করা নিয়ে সেসময় কথা উঠেছিল নানান মহলে।
বিয়ের আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি বিয়ে করতে চান কোনও অভিনেত্রীকে। তার নেপথ্যে ছিল কারণও দেখান তিনি।
২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা মুক্তির সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ওঠে। সে সময়ও অভিনেতা জানান, বিয়ে করলে কোনও অভিনেত্রীকেই করবেন।
কারণ হিসেবে রণবীর বলেন, ‘প্রেম যে কোনও সময় হতে পারে। কিন্তু আমার কোনও অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি। কারণ আমি যাদের সাথে দেখা করি এবং যোগাযোগ করি, সকলেই সিনেমার জগতের।’
তিনি বলেন, ‘সিনেমাই আমাদের জগত এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত, সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না।’ সূত্র: আনন্দবাজার অনলাইন।