চট্টগ্রামের ফটিকছড়িতে বিশ্বখ্যাত মাইজভান্ডার দরবার শরীফে ১১৯তম বার্ষিক ওরশ মাহফিল শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ওরশের প্রধান দিবসে সারাদেশে থেকে আসা লাখ লাখ ভক্ত অনুরাগিদের মিলনমেলায় পরিণত হয়েছে পুরো দরবারশরীফ।

উপমহাদেশের অন্যতম সুফী পীঠস্থান মাইজভাণ্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক গাউছুলআজম মাইজভাণ্ডারী হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.

) প্রকাশ হজরত সাহেব কেবলার ১১৯-তম বার্ষিক ওরশ শরীফ প্রতিবছর অনুষ্ঠিত হয় বাংলামাসের ১০ই মাঘ। 

জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশার সমস্ত ভেদাভেদ ভুলে আত্মিক শুদ্ধি ও শান্তি প্রত্যাশী দেশ বিদেশের লক্ষ লক্ষ আশেক ভক্ত প্রতি বছর মাইজভাণ্ডার শরীফের সর্বপ্রধান ও সর্ববৃহৎ এই ওরশ শরীফকে উপলক্ষ্য করে সমবেত হয় দরবারে। 

প্রতি বছরের মতো গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন আঞজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর সার্বিক ব্যবস্থাপানায় এ বছরও ওরশ শরীফ উপলক্ষে নানাবিধ ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) রওজা শরীফে গিলাফ চড়ানো, গোলাপ নির্বারণী, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ এশা ‘মাইজভাণ্ডারী সাংস্কৃতিক পরিষদ’-এর উদ্যোগে জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ১০ মাঘ প্রধান দিবসে দিনব্যাপী কোরআনখানি ও জিকির দুপুর ১২ টায় মাইজভাণ্ডার শাহী ময়দানে কেন্দ্রীয় জুমার জামাত, বাদ এশা গাউছিয়া আহমদিয়া ভবন ময়দানে ‘শানে বেলায়েত মাহফিল’, রাত ১১ টায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) দোয়ার মেহরাব হতে মিলাদুন্নবী, তাওয়াল্লাদে গাউছিয়া ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে উপস্থিত জায়েরীনদের মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের কার্যক্রম সমাপ্ত হবে। 

ওরশ শরীফ সুপারভিশন কমিটির প্রধান সমন্বয়কারী নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বলেন, “ওরশ শরীফ উপলক্ষে আগত আশেক ভক্তদের জন্য ইতোমধ্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের পক্ষ হতে নির্বিঘ্নে যানবাহন চলাচল, পার্কিং, বৈঠক, নিরাপত্তা, স্যানিটেশন, আপ্যায়নসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি দরবারের পক্ষ হতে শত শত স্বেচ্ছাসেবকদের দল ওরশ শরীফের সমস্ত আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পাদন করার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ওরশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন হতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দরবারের আওলাদদের সাথে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত হয় ছ দরব র

এছাড়াও পড়ুন:

অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদুল ফিতর উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেছেন। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা পাঠানোর এই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘পবিত্র রমজান মাসের শেষে আনন্দময় উৎসব উদ্‌যাপনের এই সময়ে আমি আপনাকে এবং বাংলাদেশের মানুষকে ঈদুল ফিতরের উষ্ণ শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। পবিত্র রমজানে ২০ কোটি ভারতীয় মুসলিম বিশ্বজুড়ে তাঁদের ভাইবোনদের সঙ্গে রোজা রেখেছেন ও দোয়া করেছেন।’

ঈদুল ফিতর আনন্দময় উদ্‌যাপন, তার প্রতিফলন, কৃতজ্ঞতা ও ঐক্যবদ্ধ হওয়ার একটি সময় উল্লেখ করে নরেন্দ্র মোদি শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘এটি আমাদের সহমর্মিতা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা আমাদের জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে এক জায়গায় নিয়ে আসে। এই শুভক্ষণে আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করছি। আমাদের দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।’

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে ছাত্রলীগের মিছিলের পর দুই আ.লীগ নেতার বাসায় হামলা
  • পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে ভারত
  • ঈদের পর বাজারে হাঁকডাক নেই, কমেছে শাক–সবজির দাম
  • ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত ২০
  • শান্তিগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ, আহত ২০
  • হাতিরঝিলে নৌ ভ্রমণ বাড়িয়েছে ঈদের আনন্দ 
  • প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
  • অধ্যাপক ইউনূসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির
  • হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল কখন পড়বেন
  • ঢাবিতে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা