ভারতে সমরাস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ৮, আটকা পড়েছেন ১৫ জন
Published: 24th, January 2025 GMT
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সমরাস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাগপুরের ভান্ডারা জেলার জওহরনগর এলাকায় অস্ত্র কারখানাটির এলটিপি বিভাগে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানার ছাদ উড়ে গেছে। খবর-এনডিটিভি
নাগপুরের ভান্ডারা জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এ তথ্য নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও চিকিৎসাকর্মীরা সেখানে রয়েছেন। এ ঘটনায় কারখানার এলটিপি বিভাগে ১৫ জন শ্রমিক আটকা পড়েছেন। প্রাথমিক অবস্থায় একজনকে মৃত এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কারখানটির ধ্বংসাবশেষ উদ্ধারে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণটি এত তীব্র ছিল যে, পাঁচ কিলোমিটার দূর থেকে এর শব্দ শোনা গেছে।
সেখান থেকে পাঁচজনকে উদ্ধারের কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস। তিনি বলেন, নাগপুর থেকে একটি উদ্ধারকারী দল সেখানে গেছে। মেডিকেল টিমও প্রস্তুত রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গণহত্যা মামলা: হাসিনার বিরুদ্ধে তদন্তের খসড়া রিপোর্ট প্রসিকিউশনে
জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে গণহত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের খসড়া প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।
বুধবার (২ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই বিষয়ে সাংবাদিকদের তথ্য দিয়েছেন।
তিনি বলেন, “একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য-উপাত্ত মিলেছে খসড়া তদন্ত রিপোর্টে। পার পাওয়ার কোনো সুযোগ নেই। চূড়ান্ত তালিকা পেলে আমরা ব্যবস্থা নেব। তবে খসড়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফরমাল (আনুষ্ঠানিক) চার্জ গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে।”
আরো পড়ুন:
শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২০১ জনের নামে হত্যাচেষ্টা মামলার আবেদন
গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর বলেছিলেন, ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। এই প্রতিবেদন প্রস্তুত করে ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে।২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গণহত্যা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে ওই বছরের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।
ঢাকা/মামুন/রাসেল