এ সময় আমি পুরস্কার আশা করি নাই: ফারুক নওয়াজ
Published: 24th, January 2025 GMT
সম্প্রতি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। শিশুসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ফারুক নওয়াজ। দেশ, মাটি, মানুষ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু তার সাহিত্যে উঠে এসেছে। মুক্তিযুদ্ধের আদর্শ শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কাজ করে চলেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন গল্প উপন্যাস ছড়া। এদিকে ফারুক নওয়াজের নাম প্রকাশের পর শুরু হয়েছে তুমুল সমালোচনা। সব মিলিয়ে ৩৬৫টির অধিক বইয়ের লেখক ফারুক নওয়াজ এই প্রাপ্তি এবং সমালোচনাকে কীভাবে দেখছেন? সাক্ষাৎকার নিয়েছেন স্বরলিপি।
রাইজিংবিডি: আপনার শিশুসাহিত্যে, ছড়ায় দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর প্রসঙ্গ ঘুরেফিরে এসেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর আপনি বাংলা একাডেমি পুরস্কার পেলেন। এই প্রাপ্তিকে কীভাবে দেখছেন?
ফারুক নাওয়াজ: শুধু মুক্তিযুদ্ধের ওপর আমার ২৮টা কিশোর উপন্যাস আছে। মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে লিখেছি। একটু ফিউশনের মতো করে লিখেছি। প্রচুর কবিতাও লিখেছি। আমি মনে করি, পুরস্কারপ্রাপ্তির কোনো সময়-অসময় নাই। বাংলা একাডেমি যখন মনে করেছে তখন দিচ্ছে। তবে এ কথা ঠিক, এই সময়টাতে আমি পুরস্কার আশা করি নাই। আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। তারা আমাকে পুরস্কার কেন দিলো জানি না!
রাইজিংবিডি: অনেকেই বলেন, অনেক আগেই এই পুরস্কার আপনার পাওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। বাংলা একাডেমি হয়তো এই সমালোচনা থেকে বেরিয়ে আসতে চাইছে। অনেক পরে, এ সময়ে এসে বাংলা একাডেমি পুরস্কার গ্রহণে মানসিকভাবে আপনি কোন দ্বিধার মধ্যে আছেন কিনা?
ফারুক নওয়াজ: বাংলা একাডেমি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান। এখানে সরকার তো কিছুই না। যারা এখানে ‘জাজ’ হিসেবে থাকেন তারা তো কয়েকজন মানুষ। সেই বিচারে পুরস্কারটা আমি গ্রহণ করতে পারি বা প্রত্যাখ্যান করতে পারি। এই অধিকার সবার আছে। যে সরকারের কাছ থেকে আমার পুরস্কার পাওয়ার কথা, সে আমাকে দেয়নি। যার কাছ থেকে পাওয়ার কথা না, সে দিয়েছে। আমি মনে করি, আমার সাহিত্য মূল্যায়ন করেই পুরস্কারটা আমাকে দেওয়া হচ্ছে। লক্ষ্য করলে দেখবেন, এবার যারা পুরস্কার পাচ্ছেন তারা প্রত্যেকে যোগ্য। সেলিনা হোসেনরা রাম, সাম, যদু, মধু যাকে ইচ্ছে পুরস্কার দিয়েছেন। আমি যোগ্য মানুষদের সঙ্গে পুরস্কার পাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করবো? হ্যাঁ আমি জানি, অনেক বিতর্ক শুরু হয়েছে। অনেকের চোখে এটা বিধবে, ইতোমধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন- ফারুক নাওয়াজকে কেন পুরস্কার দেওয়া হলো? এটা হবেই।
রাইজিংবিডি: হ্যাঁ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। তবে আপনি কি মনে করেন, এই পুরস্কার অনেক আগেই আপনার পাওয়া উচিত ছিল?
ফারুক নওয়াজ: এই পুরস্কার কে পাবে তা নির্ধারণ করে কয়েকজন মানুষ। সেজন্য আমি মনে করি না আরও আগেই পাওয়া উচিত ছিল। কত মানুষই তো পায় না।
রাইজিংবিডি: কখন জানতে পারলেন বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন?
ফারুক নওয়াজ: বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির একজন পরিচালক আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন।
রাইজিংবিডি: সাড়ে তিনশোর অধিক বই কীভাবে লিখলেন?
ফারুক নওয়াজ: আমার পরিবারে সাহিত্যচর্চা ছিল। শৈশব থেকেই লিখি। কবি কাদের নেওয়াজ আমার বড় চাচা। মা লিখতেন। আমার ভাইয়েরা লেখেন। আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের বাসায় একটা দেয়াল পত্রিকা ছিল। বড় ভাই আমাকে লেখার উৎসাহ দিতেন। প্রতি মাসে দেয়াল পত্রিকায় বাসার সবাই লিখতাম। প্রাথমিক পর্যায়ে দাদা ভাইয়ের (রোকনুজ্জামান খান) পৃষ্ঠপোষকতা পেয়েছি। কবি আহসান হাবীবের সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আমি শৈশব- কৈশোর থেকেই লেখক হয়ে উঠেছি। ছাত্রজীবন থেকে লেখা নেশায় পরিণত হয়েছিল। এই নেশা আর ছাড়া যায়নি। যারা আমার সমসাময়িক লেখক তারা মোটামুটি লেখা নিয়েই ছিলেন।
রাইজিংবিডি: বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তির জন্য আপনাকে অভিনন্দন।
ফারুক নওয়াজ: ধন্যবাদ।
//তারা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ র ক নওয় জ এই প র এক ড ম
এছাড়াও পড়ুন:
দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের ডিম-দুধ, পাননি অনেকেই
নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের গাড়ি পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর শুরু হয় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি। দুপুর ১২টার কিছুক্ষণ পরেই দেখা গেল গাড়িতে ডিম ও দুধ নেই। কেবল ১৬ কেজি গরুর মাংস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গেছে সুলভ মূল্যে বিক্রির জন্য আনা দুধ ও ডিম।
আজ সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস এলাকায় দেখা গেছে এমন চিত্র। এদিন নগরের ওয়্যারলেস ও টেক্সটাইল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আজ প্রতিটি গাড়িতে ২০০ লিটার দুধ, ১ হাজার ৫০০ পিস ডিম ও ৭৫ কেজি করে মাংস ছিল। সে হিসেবে মাত্র দেড় ঘণ্টায় ২০০ লিটার দুধ ও ১২৫ ডজন ডিম বিক্রি শেষ হয়ে গেছে। তবে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয় লোকজন বলছেন, তাঁরা অনেকে আগে এসেও পণ্য পাননি।
এদিন অন্তত ১০ ক্রেতা দুধ-ডিম না পেয়ে ফেরত গেছেন। ডিম কিনতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘আমি দুপুর ১২টার দিকে এসে ডিম পাই নাই। বাসা থেকে আসতে আসতেই দেখি সব শেষ। তাঁরা নাকি দেড় হাজার ডিম আনছে। তাহলে আমরা পাই নাই কেন?’
গাড়ি থেকে এসব পণ্য কেনার জন্য প্রথমে টাকা দিয়ে স্লিপ নিতে হয়। কর্মকর্তারা জানান, একজন সর্বোচ্চ এক ডজন ডিম, এক বা দুই লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারেন। কেউ চাইলে শুধু ডিম, দুধ অথবা মাংস কিনতে পারবেন। তবে মাংসের চাহিদা তুলনামূলক কম।
দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে কর্মকর্তারা বলেন, ঢাকায় ফ্রিজার ট্রাক রয়েছে। ফলে তারা দীর্ঘ সময়ের জন্য পণ্য নিয়ে আসতে পারে। কিন্তু চট্টগ্রামে সে সুযোগ নেই। তাই পরিমাণ কম। আবার দ্রুত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। মাংসের চাহিদা কম থাকায় কিছু মাংস থেকে গেছে। ডিমের চাহিদা বেশি ছিল। দেড় থেকে দুই ঘণ্টায় শেষ হয়ে গেছে।