গানের পাশাপাশি অভিনয়েও অভিষেক হয়েছে সংগীতশিল্পী সাবরিনা পড়শীর। চলচ্চিত্র ও টিভি নাটক— দুই মাধ্যমে অভিনয় করছেন। জুটি বেঁধেছেন তারকা অভিনেতাদের সঙ্গে।
ভালোবাসা দিবস উপলক্ষে একটি একক নাটকে অভিনয় করছেন পড়শী। এ নাটকে তার নায়ক হিসেবে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন পড়শী-তৌসিফ। ‘মনেরই রঙে রাঙিয়ে’ শিরোনামের নাটকটি নির্মাণ করছেন কে এম সোহাগ রানা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে সিলেটের জাফলংয়ে নাটকটির শুটিং শুরু হয়েছে। দৃশ্যধারণের কাজ চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। গল্পের প্রয়োজনে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে শুটিং হচ্ছে।
আরো পড়ুন:
চলচ্চিত্রে গাইলেন মোশাররফ করিম
দুই নায়িকাকে নিয়ে জায়েদ খানের ডিগবাজি (ভিডিও)
এ নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক কে এম সোহাগ রানা বলেন, “যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প।”
কেবল অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য একটি গানও গেয়েছেন পড়শী। গানটিতে দ্বৈতভাবে গেয়েছেন আরফিন রুমি ও পড়শী। গানটি রচনা ও সুর করেছেন রুমি।
নাটকটিতে আরো অভিনয় করছেন— এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পলান সরকারের মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা
আলোর ফেরিওয়ালাখ্যাত পলান সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে বন্ধুসভার উদ্যোগে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বন্ধুসভার বন্ধু দেবযানি বিশ্বাস, মো. আসিফ ইমতিয়াজ, নাহিদ হাসান, সুশীল পাল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, আলোকিত মানুষ পলান সরকারের পদাঙ্ক অনুসরণ করে একটি মানবিক সমাজ গঠন করতে হবে। এ জন্য বই পড়ার কর্মসূচি চালিয়ে যেতে হবে। নিজে বই পড়ার সঙ্গে সঙ্গে অন্যদের বই পড়ার জন্য উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
পলান সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে পলান সরকার পাঠাগারে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২০১৯ সালের ১ মার্চ ৯৮ বছর বয়সে পলান সরকারের মৃত্যু হয়। ১৯২১ সালের ১ আগস্ট পলান সরকার জন্মগ্রহণ করেন। নিজের টাকায় বই কিনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই বই দিয়ে আসতেন। পড়া শেষ হলে নতুন বই দিয়ে পুরোনো বইটি ফেরত নিয়ে আসতেন। এভাবে তিনি এলাকায় বই পড়ার আন্দোলন গড়ে তুলেছিলেন। এই অবদানের জন্য ২০১১ সালে পলান সরকার একুশে পদকে ভূষিত হন। পলান সরকারকে নিয়ে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলো সাপ্তাহিক ক্রোড়পত্র ছুটির দিনে ‘বিনিপয়সায় বই বিলাই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।