‘ব্যাকআপ নেই, ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে’- আক্ষেপ আরিফুলের
Published: 24th, January 2025 GMT
বিপিএলের শুরু থেকেই সিলেট স্ট্রাইকার্স শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে ছিল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির সমস্যাও ততই বেড়েছে। এখন এমন অবস্থায় পৌঁছেছে যে, একাদশ গঠন করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খুলনা টাইগার্সের বিপক্ষে হারের পর সিলেটের অধিনায়ক আরিফুল হক এমনই হতাশা প্রকাশ করেছেন।
সিলেটের স্কোয়াডে থাকা চার উইকেটকিপারই ফিটনেস সমস্যায় ভুগছেন। ফলে গতকাল ম্যাচে উইকেটের পেছনে দাঁড়াতে হয়েছে রনি তালুকদারকে। এ বিষয়ে আরিফুল বলেন, ‘আমাদের দলে চারজন উইকেটকিপার রয়েছে। কিন্তু তাদের কেউই ফিট না থাকায় রনিকে দিয়ে কিপিং করাতে হচ্ছে। জাকের আলির পিঠে সমস্যা, জাকিরের হাঁটুতে চোট, আর মানজির আঙুলেও চোট লেগেছে। তাদের কারও কিপিং করার মতো অবস্থা নেই।’
বোলিং বিভাগের অবস্থাও বেশ করুণ। এ নিয়ে আরিফুল বলেন, ‘আমাদের মূল বোলার তানজিম হাসানের হাঁটুতে সমস্যা। চট্টগ্রামে তাকে পাইনি। নাহিদকে খেলানোর পরিকল্পনা করলেও তারও পিঠে চোট লেগেছে। একসঙ্গে এত সমস্যায় পড়েছি যে ১১ জন নিয়ে মাঠে নামাই এখন কঠিন হয়ে গেছে।’
সিলেটের বিদেশি তারকা রাকিম কর্নওয়ালের পুরো মৌসুম খেলার কথা থাকলেও ইনজুরির কারণে মাঝপথেই দেশে ফিরে গেছেন। এই প্রসঙ্গে আরিফুল বলেন, ‘আমাদের দল যেন চোটের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখন আর কোনো ব্যাকআপ খেলোয়াড় নেই। পুরো ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’
বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে সিলেট। ঢাকায় ফিরে শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। চোটজর্জর দল নিয়ে সিলেট স্ট্রাইকার্সের জন্য এই তিন ম্যাচ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল আর ফ ল সমস য
এছাড়াও পড়ুন:
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও সাতজন। বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, মোটরসাইকেলে মারুফ শেখ (১৮) তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৯ জন।
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।