বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। কিছুদিন আগে ৯৭তম আসরের মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণার কথা ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কারণে তা স্থগিত করা হয়। অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে মনোনয়ন তালিকা।
মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ সিনেমার জয়জয়কার। ‘এমিলিয়া পেরেজ’ ১৩টি শাখায় আর বাকি দুটো সিনেমা ১০টি করে মনোনয়ন পেয়েছে। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার মনোনয়ন—
সেরা সিনেমা
আনোরা
দ্য ব্রুটালিস্ট
আ কমপ্লিট আননোন
কনক্লেভ
ডুন: পার্ট টু
এমিলিয়া পেরেজ
আই এম স্টিল হেয়ার
নিকেল বয়েজ
দ্য সাবস্ট্যান্স
উইকেড
আরো পড়ুন:
প্রখ্যাত পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন
সত্যি কি দাবানলে পুড়েছে অস্কারের ট্রফি?
সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোথি শ্যালামেট (আ কমপ্লিট আননোন)
কোলম্যান ডোমিঙ্গো (সিং সিং)
রেফ ফাইঞ্জ (কনক্লেভ)
সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)
সেরা অভিনেত্রী
সিনথিয়া এরিভো (উইকেড)
কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ)
মাইকি ম্যাডিসন (আনোরা)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
ফের্নান্দো তোরেস (আই এম স্টিল হেয়ার)
সেরা পরিচালক
জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ)
শন বেকার (আনোরা)
ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)
জেমস ম্যানগোল্ড (আ কমপ্লিট আননোন)
কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স)
সেরা পার্শ্ব-অভিনেতা
ইউরা বোরিসভ (আনোরা)
কিরান কুলকিন (আ রিয়েল পেইন)
এডওয়ার্ড নর্টন (আ কমপ্লিট আননোন)
গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট)
জেরেমি স্ট্রং (দ্য অ্যাপ্রেন্টিস)
সেরা সহ-অভিনেত্রী
মনিকা বারবারো (আ কমপ্লিট আননোন)
আরিয়ানা গ্র্যান্ডে (উইকেড)
ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট)
ইসাবেলা রোসেলিনি (কনক্লেভ)
জো সালদানা (এমিলিয়া পেরেজ)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
আই এম স্টিল হেয়ার (ব্রাজিল)
দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক)
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)
দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)
ফ্লো (লাটভিয়া)
সেরা অ্যানিমেটেড সিনেমা
ফ্লো
ইনসাইড আউট টু
মেমোয়ার অব আ স্নেইল
ওয়ালেস অ্যান্ড গ্রোমিট
দ্য ওয়াইল্ড রোবট
সেরা মৌলিক চিত্রনাট্য
আনোরা (শন বাকের)
দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি করবেট এবং মোনা ফাস্টভোল্ড)
এ রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
সেপ্টেম্বর ফাইভ (মরিজ বাইন্ডার, টিম ফেহলবাউম, অ্যালেক্স ডেভিড)
দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ)
সেরা মৌলিক গান
নেভার টু লেট (এলটন জন নেভার টু লেট)
এল মাল (এমিলিয়া পেরেজ)
মি ক্যামিনো (এমিলিয়া পেরেজ)
লাইক আ বার্ড (সিং সিং)
দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট)
তথ্যসূত্র: বিবিসি, সিএনএন
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র এম ল য উইক ড
এছাড়াও পড়ুন:
পাঁচতলা বাড়ির মালিকও টিসিবির কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা
পাঁচ-সাততলা বাড়ি রয়েছে এমন লোকও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড নিয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশে এত দুর্বৃত্তায়ন তৈরি হয়েছিল যে, এর থেকে টিসিবি ও বাজার ব্যবস্থাপনা রেহাই পায়নি। এই দুর্বৃত্তায়ন সামাজিক এবং সামগ্রিকভাবে দেশকে পিছিয়ে রেখেছে। সেসব অনিয়ম-দুর্নীতি বন্ধ করে টিসিবির কাজে স্বচ্ছতা ও গতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
বুধবার রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে ‘টিসিবির সঙ্গে ব্যবসা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকারি বিপণন সংস্থা টিসিবি আয়োজিত এ সভায় বিভিন্ন ভোগ্যপণ্য আমদানিকারক, বাজারজাতকারী ও পাইকারি ব্যবসায়ীসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ড বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। সরকারি কাজকে মাঠ পর্যায়ে তদারকি করতে গিয়ে দেখা গেছে, সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে। সাধারণ মানুষ কার্ড পায়নি। পাঁচ-সাততলা বাড়ি রয়েছে এমন লোকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছেন। যাচাই করে দেখা গেছে, প্রশাসনে চাকরি করেন এমন ব্যক্তির পরিবারে তিনটি কার্ড রয়েছে। এভাবে যাচাই করে ভুয়া ৪০ লাখ কার্ডধারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
শেখ বশিরউদ্দিন বলেন, গত ৫ আগস্টের আগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ছিল টিসিবিতে। বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ছিল। সেগুলো থেকে উত্তরণে বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। টিসিবি প্রতি বছর ১২ থেকে ১৪ হাজার কোটি টাকার পণ্য কিনে। এই টাকায় কীভাবে আরও বেশি পণ্য কেনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হচ্ছে।
তিনি বলেন, ভোজ্যতেলের দাম বাড়লেও বাজারে প্রতিযোগিতা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। রাইস ব্র্যান তেল রপ্তানি বন্ধের কারণে বাজারে তেল পাওয়া যাচ্ছে। টিসিবির জন্য স্থানীয়ভাবে পণ্য কিনতে গেলে বাজারে প্রভাব পড়ে। সেজন্য কিছু পণ্য টিসিবি নিজেরা আমদানি করবে।
এ সময় ব্যবসায়ীদের অভিযোগ-অনুযোগের বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্য সরবরাহকারীদের লেনদেনে কীভাবে আরও স্বচ্ছতা ও গতিশীল করা যায় সে ব্যাপারে কাজ চলছে।
সভায় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ বলেন, নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। যার জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের ডিসি অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। ১ জুলাই থেকে এসব ডিলারের মাধ্যমে কাজ শুরু করবে টিসিবি।
ভোজ্যতেলসহ প্রয়োজনীয় কিছু পণ্য টিসিবি সরাসরি আমদানি করবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান আরও বলেন, প্রকৃত উপকার ভোগীরাই যেন ফ্যামিলি কার্ড পায় সেজন্য কাজ চলছে। এখন পর্যন্ত ৫৭ লাখ কার্ড প্রস্তুত করা হয়েছে। এক কোটি পূরণে বাকি ৪০ শতাংশ কার্ড জুনের মধ্যে শেষ করা হবে।
এর আগে মুক্ত আলোচনায় টিসিবির সঙ্গে যারা ব্যবসা করেন এবং ব্যবসা করতে চান এমন অনেক ব্যবসায়ী তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।