রংপুর রাইডার্সকে রাজশাহী ‘আহো ভাতিজা আহো’
Published: 24th, January 2025 GMT
বিপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্সের জয়রথ থামিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। গতকাল ২৪ রানের জয় দিয়ে রাজশাহী দেখিয়েছে দাপট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী ৯ উইকেটে ১৭০ রান তোলে। জবাবে রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। এই হারে ৮ ম্যাচ পর প্রথম পরাজয়ের স্বাদ পায় রংপুর, আর এটি রাজশাহীর চতুর্থ জয়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দলের মধ্যকার বাকযুদ্ধ নতুন মাত্রা যোগ করে। রাজশাহী তাদের ফেসবুক পেজে রংপুরকে উদ্দেশ্য করে লিখেছে, ‘রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!’ পোস্টে রায়ান বার্লের ছবি যুক্ত করে ক্যাপশন দেওয়া হয় ‘আহো ভাতিজা আহো।’
রংপুরও জবাব দিতে দেরি করেনি। তারা রাজশাহীর পোস্টে পাল্টা লিখেছে, ‘ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা—পচা শামুকে কেটেছে পা! ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই, ইনশাআল্লাহ।’
দুই ফ্র্যাঞ্চাইজির এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। নেটিজেনরা এসব মন্তব্য নিয়ে মজার কৌতুকে মেতে উঠেছেন। মাঠের উত্তেজনার পাশাপাশি সামাজিক মাধ্যমের এই লড়াই বিপিএলের উন্মাদনায় নতুন রঙ যোগ করেছে।
চলতি আসরে নানা বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে এমন বাকযুদ্ধ কিছুটা হলেও বিনোদনের খোরাক জুগিয়েছে দর্শকদের। রংপুর-রাজশাহীর এই ‘মাঠের বাইরের ম্যাচ’ বিপিএল ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়ন্স লিগে আজ ‘মাদ্রিদ ডার্বি’
পাসপোর্ট, ভিসার ঝামেলা নেই, এয়ার ট্রাভেলের ঝক্কি নেই; ঠিক এসব কারণেই ম্যানসিটিকে হারানোর শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদকেই চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপ্পে। পরে আনুষ্ঠানিক ড্রতেও দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যেই ম্যাচ পড়ে। আজ রাতে কোয়ার্টারে ওঠার সেই লড়াইয়ের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে এসে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ।
একই শহরের পাশাপাশি দুটি ক্লাবের মধ্যকার ম্যাচ ঘিরে চ্যাম্পিয়ন্স লিগেও মাদ্রিদ ডার্বির উত্তেজনা বইছে। এই তো গত মাসের ৯ তারিখেই দু’দল মুখোমুখি হয়েছিল লা লিগায়। ১-১ গোলে সেই ম্যাচের উত্তেজনাও ভাগাভাগি হয়ে যায়। তা ছাড়া দু’দিন আগেই রিয়াল বেটিসের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে ভুলে গেলে চলবে না, এটা লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগ। আর সেখানে রিয়াল মাদ্রিদ মানেই রাজকীয় কিছু।
এ পর্যন্ত স্বদেশি এই প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৯ বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে পাঁচবার তারা নকআউট পর্বের লড়াইয়ে নেমেছে। রেকর্ড বলছে, কোনোটিতেই সফল হয়নি অ্যাতলেটিকো। পাঁচবারই তাদের বিদায় করে পরের রাউন্ডে গিয়েছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড এটাও বলছে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ দু’বারের দেখায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।