যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর কলম্বাস থেকে ৭০ মাইল দক্ষিণে একটি শহরে ৩৩ জনের মরদেহ ও কঙ্কালের অবশিষ্টাংশসহ বেশ কয়েকটি গোপন কবর খুঁজে পাওয়া গেছে। মেক্সিকোর উত্তরাঞ্চল চিহুয়াহুয়া রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে টাস্কফোর্স ও পুলিশ বাহিনী মরদেহ ও কঙ্কালসহ গোপন কবরের সন্ধান পায়।

চিহুয়াহুয়া অ্যাটর্নি জেনারেলের অফিস গত বুধবার ও বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, কাসাস গ্র্যান্ডেস শহরের ‘এল উইলি’ নামে পরিচিত একটি বনাঞ্চলে অন্তত ১০টি মরদেহ কবর দেওয়ার আগে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। রাজ্যের ফরেনসিক নৃতাত্ত্বিকরা কবর থেকে বের করা মরদেহগুলোর ময়নাতদন্ত এবং হাড়ের অংশ বিশ্লেষণের জন্য পাঠিয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের অফিস আরও জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের জন্য নিয়োজিত একটি টাস্কফোর্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসাররা কবরগুলো চিহ্নিত করেছেন। মঙ্গলবার থেকে মেক্সিকোর ন্যাশনাল গার্ড সদস্যদের সাহায্যে খনন কাজ শুরু করেন।

মঙ্গলবার ১০টি মরদেহ এবং বুধবার আরও ১৯টি মরদেহ উদ্ধার করা হয়। জানুয়ারি ১৫ তারিখে টাস্কফোর্স ওই এলাকায় একটি প্রাথমিক কবর খুঁজে পেয়েছিল, যেখানে চারটি লাশ ছিল বলে জুয়ারেজে অ্যাটর্নি জেনারেলের অফিসের এক মুখপাত্র বর্ডার রিপোর্টকে জানিয়েছেন।

টাস্কফোর্সটি একটি অঞ্চলে বেনামি তথ্যের ভিত্তিতে তদন্ত করে, যা কৃষিকাজ, পশুপালন এবং উত্তর আমেরিকার মোগোলন জনগণের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে, এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রে যাওয়ার একটি মাদকপথে পরিণত হয়েছে, যা দুটি আন্তঃজাতীয় অপরাধী সংগঠনের মধ্যে বিরোধপূর্ণ।

কাসাস গ্র্যান্ডেস বাভিসপে, সোনোরা থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত। এই এলাকায় ২০১৯ সালের ৪ নভেম্বর লা লিনিয়া গোষ্ঠীর সদস্যরা সিনালোয়া মাদক চোরাকারবারীর প্রতিদ্বন্দ্বী ভেবে লা মোরা নামক একটি খামারের কাছে ৯ জন আমেরিকানকে গুলি করে হত্যা করে।

মেক্সিকো কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ২০২২ সালে নর্থ ডাকোটার একটি ফেডারেল বিচারক নিহতদের আত্মীয়দের ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদান করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ