‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হলেন সেনাবাহিনী প্রধান
Published: 24th, January 2025 GMT
সেনাবাহিনীর সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের’ (ইবিআরসি) শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।
সেনাবাহিনী প্রধান শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাঁকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এর পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল র্যাংক ব্যাজ’ পরিয়ে দেন। এ সময় সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ-বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সদস্য এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তুরস্কে ৬.২ মাত্রার ভূমিকম্প
তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। বুধবার ইস্তাম্বুলে এ কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের সঙ্গে আতঙ্কে ইস্তাম্বুলে ভবন থেকে লাফিয়ে পড়ে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে অনেক মানুষ পার্কে জড়ো হয়েছিল এবং অনেকে দরজায় বসেছিল, অথবা ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে তাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল।
ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার পর মোট ১৫১ জন আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তবে তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
কার্যালয় আরো জানিয়েছে, ইস্তাম্বুলের মধ্যভাগে একটি পরিত্যক্ত ভবন ধসে পড়েছে, তবে সেখানে কেউ আহত হয়নি, বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশিয়ান উপকূলে অবস্থিত ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার শহরে জ্বালানি বা জলের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। কিছু দোকান বন্ধ রয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় ৫৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭ হাজার জনেরও বেশি আহত হয়েছিল।
ঢাকা/শাহেদ