ব্রুনোর গোলেই বাঁচল আমোরিম, ইউরোপায় জয় ইউনাইটেডের
Published: 24th, January 2025 GMT
ম্যাচশেষে ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা তাদের গানের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের নাম ঢুকিয়ে দিলেন। এই পর্তুগিজ কোচ সাফ জানিয়ে দিলেন তিনি এখনও এই সম্মান পাওয়ার যোগ্য নয়! ব্যাপারটা খুব একটা ভুল বলেননি হয়তো এই ৩৯ বছর বয়সী কোচ। কারণ তার দল যে, ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) রাতে রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে, তাতে তার কৌশল তো আরও একবার মুখ থুবড়ে পড়তে নিয়েছিল! তবে তার স্বদেশি ফুটবলার ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহুর্তের নাটকীয় গোলে কঠিন সমালোচনার হাত থেকে বাঁচল ম্যান ইউনাইটেড কোচ আমোরিম।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ম্যান ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে ডি লিট কর্নার থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন। তবে লেনি ইয়োরোর রেঞ্জার্স ডিফেন্ডার ডেভি প্রপারকে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়।
বিরতির পরপরই রেঞ্জার্স গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার বল ভুলভাবে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন, ফলে ইউনাইটেড লিড নেয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রেঞ্জার্সের বদলি খেলোয়াড় সিরিল ডেসারস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে যোগকরা সময়ে (৯২ মিনিট) ব্রুনোর অসাধারণ গোল রেড ডেভিলদের জয় নিশ্চিত করে।
আরো পড়ুন:
ভিনিসিউসের গোলের রেকর্ড
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল
এই জয়ের মাধ্যমে ৩২ দল নিয়ে করা রবিন রাউন্ডের ইউরোপা লিগের পয়েন্ট তালিকায় ইউনাইটেড টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, ১৫ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ১৬-এ সরাসরি যোগ্যতা অর্জনের পথে বেশ ভালোভাবে রয়েছে।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সংগ্রামের মাঝেও এটি ইউরোপা লিগে তাদের টানা চতুর্থ জয়। এই কারণেই ব্রুনোর গোলের পর শান্ত স্বভাবের ইউনাইটেড কোচকে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি মেরে জয় উদযাপন করতে দেখা যায়। ম্যাচ শেষে আমোরিম বলনে, “আমরা জানতাম খেলাটা কঠিন হবে। তবে ওই মুহূর্তে ড্রটা আমাদের জন্য ন্যায্য হতো না, জয়টায় আমাদের প্রাপ্য ছিল।”
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল পর ত গ ল ইউর প
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)
সিলেট টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সকাল ৯–৪৫ মি., বিটিভি
আবাহনী–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস
মোহামেডান–গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
অগ্রণী ব্যাংক–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
সানরাইজার্স হায়দরাবাদ–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
মুলতান সুলতানস–ইসলামাবাদ ইউনাইটেড
রাত ৯টা, নাগরিক টিভি
আর্সেনাল–ক্রিস্টাল প্যালেস
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
হেতাফে–রিয়াল মাদ্রিদ
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ