বিচারক নিয়োগে জারি করা ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫’-এর চারটি ধারা সংশোধনের জন্য সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এসব ধারায় কাউন্সিল গঠন, কাউন্সিলের সচিব, কাউন্সিলের ক্ষমা ও কাজ এবং হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগের সুপারিশ সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো.

আজমল হোসেন খোকন সরকারের পক্ষে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠিয়েছেন। তিন দিনের মধ্যে ওই চারটি ধারা সংশোধন বিষয়ে পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।

নোটিশের বিষয়ে আইনজীবী আজমল হোসেন বলেন, অধ্যাদেশ অনুযায়ী কাউন্সিলে হাইকোর্ট বিভাগ থেকে দু’ভাগে দু’জন বিচারক থাকবেন। কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির কোনো প্রতিনিধিত্ব নেই। আর রেজিস্ট্রার জেনারেলকে করা হয়েছে সদস্য সচিব। সেখানে স্বার্থের সংঘাত রয়েছে। এ ছাড়া বয়স নির্ধারণ করা হয়েছে ৪৫। এতে অনেক যোগ্য লোক বঞ্চিত হবেন। তাই অধ্যাদেশের কয়েকটি ধারা সংশোধনের জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্টরা এ বিষয়ে পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে হাইকোর্টে রিট করা হবে।

বার সভাপতির উষ্মা
সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশটি বৈষম্যমূলক উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন। গতকাল তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে আইনজীবীর কোনো প্রতিনিধি রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। এই অধ্যাদেশ সংশোধন করতে হবে।  

গত মঙ্গলবার অধ্যাদেশটি জারি করে সরকার। অধ্যাদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের একটি কাউন্সিল গঠিত হবে। ওই কাউন্সিল যাচাই-বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তবে রাষ্ট্রপতি চাইলে কারণ উল্লেখ করে কাউন্সিলের সেই সুপারিশ থেকে কারও নাম ফেরত পাঠাতে পারবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আইনজ ব আইনজ ব

এছাড়াও পড়ুন:

প্রকাশ্যে আইনজীবী সোমার গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা বলেন, চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আসলে বাসের গতি কমে যায়। সেখান থেকে সাত-আট জনের একটি গ্রুপ বাসে ওঠেন। তারা এসে আমাকে টার্গেট করেন। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে সবাই দ্রুত নেমে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, আইনজীবীর চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হাসিনার গাড়িবহরে হামলা: খালাস পেলেন বিএনপি নেতা হাবিব
  • হাইকোর্টের রায়ে খালাস পেলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল
  • উচ্চ আদালতে খালাস পেলেন বিএনপি নেতা হাবিব, সাতক্ষীরায় আনন্দমিছিল
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ
  • বেক্সিমকো গ্রুপের ঋণের বিষয়ে রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষ, রায় ১২ মার্চ
  • অধিকাংশ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের জয়
  • আওয়ামী লীগ-সমর্থিত হারুনুর রশিদ আবার সভাপতি, সম্পাদক বিএনপির শাতিল মাহমুদ
  • জামিন পাওয়া দুই আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেলেন বাদী ও তাঁর লোকজন
  • সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের চারটি ধারা নিয়ে রিট
  • প্রকাশ্যে আইনজীবী সোমার গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই