সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের যাতায়াত ও রাত্রিযাপন আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট’-এর ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, নভেম্বরে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। ডিসেম্বর যেতে পারলেও ট্রাভেল পাস নিয়ে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়ছেন অনেকেই। আগামী মার্চে রমজান শুরু হবে। ফেব্রুয়ারি ভ্রমণের শেষ সুযোগ। এই সময় পর্যটক যাওয়া বন্ধ থাকলে বড় ক্ষতির মুখে পড়বেন দ্বীপবাসী।

সংগঠনের চেয়ারম্যান দাবি করে এ সময় পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন টোয়াবের সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি বলেন, সেন্টমার্টিনের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি জড়িত। সেখানে সব সময় জাহাজ চলাচল করলে দেশের নিরাপত্তা বাড়বে। পর্যটক না গেলে ভূখণ্ড নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। 

দ্বীপ রক্ষায় সোলার বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি মন্তব্য করে তিনি বলেন, ভূগর্ভস্থের পানি যাতে ব্যবহার করতে না হয়, সেজন্য সাগরের পানি পরিশোধনের মাধ্যমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্লাস্টিক বর্জ্য অপসারণে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে। 

জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে সেন্টমার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। ২০২০ সালে সেন্টমার্টিন নিয়ে আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, পদক্ষেপ না নিলে ২০৪৫ সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবালশূন্য হতে পারে। মুমূর্ষু এই দ্বীপ বাঁচাতে গত আওয়ামী লীগ সরকার তিন বছরের জন্য পর্যটক বন্ধের সিদ্ধান্ত নিলেও কার্যকর করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এসে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিত করে। দ্বীপ পরিষ্কার-পরিচ্ছন্নে ফেব্রুয়ারিতে পর্যটক যাওয়া বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন টম র ট ন ব যবস

এছাড়াও পড়ুন:

বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।

‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা

সম্পর্কিত নিবন্ধ