এবার রংপুরে পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পঞ্চম ‘ডিজিটাল বুথ’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুরের প্রাণকেন্দ্র পায়রা চত্তরে পেপার প্যালেস টাওয়ারে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের রংপুরের আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আহছান উল্ল্যা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে দেখে শুনে বিনিয়োগ করার দিক নির্দেশনা দেন। এছাড়াও রংপুরে পূবালী ব্যাংক সিকিউরিটিজের নতুন ডিজিটাল বুথে নতুন বিও হিসাব খোলা, মার্জিন লোনের উপর বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। 

পাশাপাশি, মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসে শেয়ার ক্রয়-বিক্রয় করা, মার্জিন ঋণ সুবিধা, আইপিও শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে স্ট্যান্ডিং ইন্সট্রাকশন পরিপালন ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা সুবিধার তথ্য তুলে ধরেন। 

একই সঙ্গে বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে লোভ সংবরণ করে ধৈর্য্য ধারণ করে শেয়ার কেনা-বেচার পরামর্শ দেন।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং আয়ুর্বেদ এবং ইউনানী চিকিৎসক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাকিম মো.

দবির উদ্দিন বর্তমান পুঁজিবাজারের উপর বক্তব্য রাখেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রাকিবুল হাসান রাকিব, রংপুরে নতুন ডিজিটাল বুথের ইনচার্জ মো. মিনহাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ নভেম্বর সিলেট নগরীর চৌহাট্টায় আরএন টাওয়ারের ষষ্ঠ তলায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চতুর্থ ডিজিটাল বুথ উদ্বোধন করা হয়।

ঢাকা/এনটি/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র‍্যাব

রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র‍্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।

মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র‍্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ