গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে ৪ জন। নিহত মোটরসাইকেল চালক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম বলেন, ইউসুফ খান তার অপর এক বন্ধুকে সাথে নিয়ে জেলা সদর থেকে মোটরসাইকেলে করে  চন্দ্রদিঘলিয়া গ্রামের বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক জেলা সদরের দিকে যাচ্ছিল। হরিদাসপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইকের তিন যাত্রীসহ মোট পাঁচজন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে মোটরসাইকেল চালক ইউসুফকে কর্তব্যরত চিকিৎসক আফতাফ জিলানী মৃত ঘোষণা করেন। আহত চারজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ম খ ম খ স ঘর ষ গ প লগঞ জ গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩০ জন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় নারী শিশুসহ আহত হন আরও অন্তত ৩০ জন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়। 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। গুরুতর আহতদের কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে।  

ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার করার পাশাপাশি আমরা আহতদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিচ্ছি। এছাড়াও সড়কে যেন কোনো যানজট না হয়; সেজন্য রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রেনের ছাদে ভিডিও করছিলেন চার যুবক, ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
  • চলন্ত ট্রেনের ছাদে করছিলেন টিকটকের ভিডিও, ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
  • চলন্ত ট্রেনের ছাদে করছিলেন টিকটক, ছিটকে পড়ে প্রাণ গেল ২ জনের
  • চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে নিহত ২
  • একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১০ জনের
  • একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের
  • একই স্থানে টানা তিন দিন দুর্ঘটনা, আজ বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের
  • জমি নিয়ে বিরোধ, চাটমোহরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
  • মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
  • বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের