রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৩ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক এক। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তে।

জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরো কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। 

চলতি জানুয়ারি মাসে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ৩ ও ৭ জানুয়ারি অনুভূত হয়। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে ছিল। সেটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২১ জানুয়ারি রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূতি হয়। যেটার উৎপত্তি ছিল ভারতের মেঘালয়ের কাশি হিলস।

ঢাকা/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ভ ম কম প

এছাড়াও পড়ুন:

ইফতারের দোয়া

রোজা রাখার পুরস্কার অনেক। রোজা রাখার কারণে বিশ্বাসীদের জন্য রয়েছে অজস্র পুরস্কার।

নবীজি (সা.) বলেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি-একটি ইফতারের সময়, অপরটি তার রবের সাক্ষাৎ লাভের সময়।’ (বুখারি, ১৯০৪)

ইফতারের আগে দোয়া: ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি । আপনি আমার রোজা কবুল করুন।

রোজার নিয়ত

সম্পর্কিত নিবন্ধ