গত নভেম্বরে ফেইনুর্দের বিপক্ষে ৩ গোলে এগিয়ে গিয়েও ড্র করার হতাশায় নিজের নাক ও কপাল আঁচড়ে ক্ষতবিক্ষত করেছিলেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। পিএসজির বিপক্ষে বুধবার রাতে ২ গোলে এগিয়ে গিয়েছিল সিটি। এর পর ৪ গোল হজম করতে হয়েছে তাদের। এবার গার্দিওলার অবস্থা কী?
৪-২ গোলের হারে আবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে তারা। তার পরও এবার মাথা গরম করছেন না গার্দিওলা। আগামী বুধবার ক্লাব ব্রুজের বিপক্ষে শেষ সুযোগ কাজে লাগিয়ে প্লে-অফ নিশ্চিত করতে মরিয়া তিনি। ওই ম্যাচে ড্র করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে ইংলিশ চ্যাম্পিয়নদের।
চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচে জয়হীন সিটি। এর পরও প্যারিসের হারে মাথা গরম না করে বরং প্রতিপক্ষের প্রশংসা করেছেন গার্দিওলা, ‘আজকে তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা তাদের সামলাতে পারিনি। এটা আমাদের মেনে নিতেই হবে।’
৭ ম্যাচের মধ্যে কেবল ২টি জিতে ৮ পয়েন্ট সিটির। ৩৬ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান ২৫তম। প্লে-অফে সুযোগ পেতে হলে ঘরের মাঠে ক্লাব ব্রুজের বিপক্ষে শেষ ম্যাচটা কাজে লাগাতে মরিয়া গার্দিওলা, ‘আমাদের শেষ সুযোগ ব্রুজের বিপক্ষে। ঘরের মাঠে সে সুযোগটা কাজে লাগাতে আমরা সব চেষ্টা করব। যদি আমরা (প্লে-অফে) যেতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের তা প্রাপ্য নয়।’ এর আগেই আরও একটি বড় পরীক্ষা রয়েছে সিটির সামনে। আগামীকাল শনিবার প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে তারা। সে ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাঁর, ‘চেলসির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে আমাদের এবং সামনে এগিয়ে যেতে হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত
রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তারা মারা গেছেন কি-না পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শী প্রাইভেটকারচালক আহসান হাবিব সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই তরুণ। একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা তরুণ ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি চুরমার যায়। আহত চালক ফ্লাইওভারে পড়েছিলেন। তার অবস্থাও ছিল আশঙ্কাজনক। সংঘর্ষের পর গাড়িটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে।
নাইম মাহমুদ নামে আরেক প্রত্যক্ষদর্শী ফেসবুকে প্রায় একইরকম বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, একজন ঘটনাস্থলেই মারা যান। জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে বারবার কল দেওয়া হয়। তবে তারা সাড়া দিতে অনেক দেরি করে। পরে কিছু লোক পল্লবী থানায় যায়। তবে ততক্ষণে থানা পুলিশ রওনা হয়ে গিয়েছিল।
হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর।