স্বামীর ‘দুর্নীতি’ আড়াল করতে ফাঁসলেন স্ত্রী
Published: 24th, January 2025 GMT
চট্টগ্রাম ওয়াসার গাড়িচালক স্বামী তাজুল ইসলামের ‘দুর্নীতির’ ৩২ লাখ টাকার সম্পদ আড়াল করতে গিয়ে ফাঁসলেন স্ত্রী খায়রুন নেছা। কাগজে-কলমে দুদক ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ পেলেও বাস্তবে ওই সম্পদের বর্তমান বাজারমূল্য পাঁচ থেকে ছয় কোটি টাকা। ১৯৮৯ সালে মাত্র দুই হাজার টাকা বেতনে ওয়াসায় চালকের সহকারী (হেলপার) হিসেবে চাকরি শুরু করেছিলেন তাজুল। পদোন্নতি পেয়ে গাড়িচালক হলেও এখন বেতন পান ৩৫ হাজার টাকা। ওয়াসায় নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, চোরাই পানি বিক্রিসহ অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন তিনি। দুর্নীতির অর্থ বৈধ করতে স্ত্রীকে কখনও পোলট্রি ব্যবসায়ী, কখনও কমিশন ব্যবসায়ী সাজিয়েছেন।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, চালক তাজুল তাঁর অবৈধ অর্থ বৈধ করতে গৃহিণী স্ত্রীকে ব্যবসায়ী সাজালেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তদন্ত করে তাঁর স্ত্রীর নামে প্রায় ৩২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছি। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। গত বুধবার চার্জশিট গ্রহণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালত।
খায়রুন নেছা বলেন, অনেক দিন ধরে আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে আসছি। মানবিক মানুষ হিসেবে আমার স্বামী আত্মীয়স্বজনের পাশাপাশি অনেককেই বিনা পয়সায় চাকরি দিয়েছেন। আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমি ব্যবসা করে কোটিপতি হয়েছি।
ওয়াসার এই গাড়িচালক ও তাঁর স্ত্রীর নামে নগরীর পশ্চিম শহীদনগরের ৬৪৭/আই/১২১৪ নম্বর হোল্ডিংয়ে পাঁচতলা নিজস্ব বাড়ি রয়েছে। এ দম্পতি স্থাবর ও অস্থাবর ১ কোটি ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করে।
দুদক চার্জশিটে উল্লেখ করে, পেশায় গৃহিণী খায়রুন নেছা জমি, বাড়ি ও গাড়ির মালিক বনে যাওয়ার নেপথ্যে রয়েছে তাঁর স্বামীর দুর্নীতি। খায়রুন নেছা তাঁর আয়কর নথিতে ২০০২-০৩ থেকে ২০২১-২২ করবর্ষ পর্যন্ত পোলট্রি ফার্মিং থেকে ২ লাখ ৮৯ হাজার টাকা, অন্য উৎস থেকে ১৪ লাখ, কমিশন ব্যবসা থেকে প্রায় পাঁচ লাখ, বাসা ভাড়া থেকে আট লাখ টাকা, সঞ্চয়পত্র থেকে আট লাখ, কর অব্যাহতিপ্রাপ্ত আয় সাড়ে পাঁচ লাখ এবং মেয়ের বিয়ে বিচ্ছেদ বাবদ ১১ লাখসহ ৫৫ লাখ টাকা আয় প্রদর্শন করেছেন। দুদকের তদন্তে উঠে আসে, খায়রুন নেছার নিজস্ব কোনো আয়ের উৎস নেই। পৈতৃক জমি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, স্বামীর উপার্জনের টাকা এবং ব্যাংক ঋণের মাধ্যমে জমি ক্রয় ও ভবন নির্মাণ করেছেন। তাঁর বৈধ আয় সাড়ে ৩৩ লাখ টাকা।
অন্যদিকে পোলট্রি ফার্ম থেকে, অন্য উৎস, কর অব্যাহতি ও কমিশন ব্যবসা থেকে আয়ের সপক্ষে তদন্তকালে তিনি কোনো দালিলিক প্রমাণ ও রেকর্ডপত্র দুদকের কাছে উপস্থাপন করতে পারেননি। খায়রুন নেছা তাঁর চাকরিজীবী স্বামীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে আয়কর নথিতে ভুয়া আয়ের উৎস মিথ্যাভাবে প্রদর্শন করেছেন। গত ২০ বছরে তাঁর পারিবারিক ও অন্য খরচ সাড়ে ১০ লাখ টাকার তথ্য পাওয়া যায়। সে হিসাবে তাঁর বৈধ আয়ের উৎস সাড়ে ৩৩ লাখ টাকা থেকে কমে দাঁড়ায় ২৩ লাখ টাকা। তাঁর নামে স্থাবর ৩৮ লাখ ৬৮ হাজার টাকা এবং অস্থাবর ২১ লাখ ৩০ হাজারসহ ৬০ লাখ টাকার সম্পদের মালিক খায়রুন নেছা। এখানে তিনি ১০ লাখ ১১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন ৩১ লাখ ৩৮ হাজার টাকার।
দুদক হিসাবে ৩১ লাখ টাকার সম্পদ পেলেও বাস্তবে তাদের সম্পদের পরিমাণ পাঁচ থেকে ছয় কোটি টাকার বেশি। তাঁর পাঁচতলা বাড়িতে ১৭টি ফ্ল্যাট রয়েছে। এখানে একটি ফ্ল্যাট সোয়া চার কোটি টাকা। জায়গার দাম কোটি টাকারও বেশি।
চালক তাজুল ইসলাম বলেন, আমি কোনো দুর্নীতি করিনি। বৈধভাবে স্ত্রী ব্যবসা করেই সম্পদের মালিক হয়েছেন। আদালতে সব প্রমাণ দিয়ে আইনি লড়াই করব।
.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লেনিন কেন এখনও জরুরি
আজ ২২ এপ্রিল, ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্মদিন। ১৯১৭ সালে সংঘটিত রুশ বিপ্লবের অগ্রনায়ক লেনিন ছিলেন মার্ক্সের সফল উত্তরাধিকারী। তিনি প্রতিষ্ঠা করেন ইতিহাসের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। একটি পশ্চাৎপদ পুঁজিবাদী দেশে বিপ্লব সংঘটনের পথ বের করেন তিনি। চিন্তা ও প্রয়োগের মেলবন্ধন ঘটানোর দক্ষতাই ছিল তাঁর সাফল্যের অন্যতম কারণ। মার্ক্স সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলেন। কিন্তু রাশিয়ার মতো দেশে যেখানে পুঁজিবাদের বিকাশ ঘটেনি, সেখানে শ্রমিক শ্রেণির নেতৃত্বে গণতান্ত্রিক বিপ্লব করে নতুন পথ দেখালেন। লেনিনের এই গণতান্ত্রিক বিপ্লবের পথ ধরেই চীনসহ পিছিয়ে পড়া পুঁজিবাদী দেশে বিপ্লব হয়েছে। ইতিহাসের কোনো পর্বকেই লাফ দিয়ে ডিঙিয়ে যাওয়া যায় না। বিপ্লবকে ইতিহাসের ভেতর দিয়েই যেতে হয়– এটি ছিল লেনিনের শিক্ষা।
লেনিন দেখিয়েছেন রাষ্ট্রযন্ত্র কোন প্রক্রিয়ায় বল প্রয়োগ করে টিকে থাকে এবং শাসক শ্রেণির স্বার্থ রক্ষা করে। তাঁর রাষ্ট্রচিন্তা পুঁজিবাদী রাষ্ট্রের ফ্যাসিস্ট রূপ বুঝতে সহায়তা করে। তিনি বল প্রয়োগের মাধ্যমে বুর্জোয়া রাষ্ট্রযন্ত্র উচ্ছেদের কথা বলেন। গ্রামসি বলেন, শুধু বল প্রয়োগ নয়; শাসক শ্রেণি সাংস্কৃতিক ও মতাদর্শিক আধিপত্য বজায় রাখার মধ্য দিয়েও টিকে থাকে। ব্যবস্থার পক্ষে সম্মতি উৎপাদন করে। ফুকোর মতে, ক্ষমতা শুধু রাষ্ট্রে কেন্দ্রীভূত নয়; সমাজের পরতে পরতে ছড়িয়ে থাকে। আধুনিক সমাজ শুধু বল প্রয়োগের মাধ্যমে শাসন করে না; তা মানুষের জীবন ও কর্তাসত্তার মনোজগৎ গঠনেরও নিয়ন্ত্রণ নেয়। ফুকো এর নাম দিয়েছেন বায়োপলিটিকস– জীবন ও মগজ দখল- নিয়ন্ত্রণের রাজনীতি। ফুকো ক্ষমতা কী করে কাজ করে তার বর্ণনা দিলেও ক্ষমতাকে কীভাবে প্রতিরোধ ও উচ্ছেদ করতে হয়, তা দেখাননি। সেটা দেখিয়েছেন লেনিন। তার মানে এই নয়, আমাদের বলশেভিক মডেলই অনুসরণ করতে হবে।
বাংলাদেশের রাষ্ট্র নিবর্তনমূলক ও দুর্নীতিবাজ। গণতন্ত্রের লোভ দেখানো নির্বাচন, উন্নয়ন, ধর্মরাষ্ট্র, স্বর্গ– এসব ফ্যান্টাসি তৈরি করে রেখেছে। এসব ফ্যান্টাসি ভাঙতে হবে। আমাদের মুক্তির বিকল্প বয়ান তৈরি করতে হবে। মানুষের কাছে সেটা তুলে ধরতে পারলে বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব। বুর্জোয়া রাষ্ট্রের খোলনলচে না বদলে শুধু কিছু সংস্কার দিয়ে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব হবে না।
লেনিনের শিক্ষার একটা বড় দিক হলো, অসংগঠিত স্বতঃস্ফূর্ত আন্দোলন দিয়ে ব্যবস্থার অবসান ঘটানো যায় না। এ জন্য চাই বিপ্লবী মতাদর্শ ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। যাকে তিনি বলেছেন বিপ্লবী পার্টি। লড়াইকে তিনি স্বতঃস্ফূর্ততার ওপর ছেড়ে না দিয়ে সচেতন সংগঠিত রাজনৈতিক লড়াই চালানোর কথা বলেন। শুধু জীবনদান আর অভ্যুত্থান করলেই হবে না; সেই অভ্যুত্থানের রাজনীতি ও শ্রেণি প্রশ্নটি পরিষ্কার থাকতে হবে। অভ্যুত্থান-উত্তর পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে অভ্যুত্থানকারী শক্তির সংগঠন থাকতে হয়। চব্বিশের অভ্যুত্থানে এর কোনোটাই নেই। নেই কোনো সুনির্দিষ্ট রাজনীতি ও শক্তিশালী সংগঠন। এ ধরনের ভয়ানক দুর্বলতার পরিণতিতে পর্বতের মূষিক প্রসব ঘটতে পারে।
স্বৈরতান্ত্রিক জারের ভয়ানক নির্যাতনে লেনিনের জীবন কখনোই স্থির ছিল না। বন্দি ও পলাতক জীবন এবং নির্বাসনের মধ্যে স্ত্রী ক্রুপস্কায়াকে নিয়ে কেটেছে তাঁর জীবন। তবুও এক অমিত শক্তি নিয়ে তিনি অব্যাহত রেখেছেন বিপ্লবী কর্মযজ্ঞ। লিখেছেন অবিরাম ৫৫ খণ্ড। বিতর্কে লিপ্ত থাকতে হয়েছে তাঁকে সারাক্ষণ দলের ভেতর ও বাইরে। অব্যাহতভাবে প্রকাশ করেছেন ইস্ক্রা পত্রিকা। এভাবে একদিন নতুন সূর্যের ভোর আসে ১৯১৭ সালে; অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবে।
রুশ বিপ্লবের পরে বেশি দিন বাঁচেননি লেনিন। ১৯১৮ সালে আততায়ীর গুলিতে আহত হন। এরপর কখনোই পুরোপুরি সুস্থ হননি। ১৯২৪ সালে লেনিন মস্কো থেকে দূরে তাঁর নিজ গ্রাম গোর্কিতে মারা যান।
১৯৪৮ সালে কার্ল মার্ক্স বলেছিলেন, ‘ইউরোপ ভূত দেখেছে; কমিউনিজমের ভূত।’ বিশ শতকজুড়ে ইউরোপ ও আমেরিকাকে কমিউনিজমের এ ভূত তাড়িয়ে বেড়িয়েছে। সমাজতন্ত্র ধ্বংস করতে তারা চালিয়েছে কখনও সরাসরি যুদ্ধ, কখনও স্নায়ুযুদ্ধ।
বামপন্থিদের ও সমাজতন্ত্রের বিরুদ্ধে সে যুদ্ধ এখনও জারি আছে। এ যুদ্ধে সমাজতান্ত্রিক শিবিরের আপাত পরাজয় হলেও তা নতুন এক অনিরুদ্ধ শক্তি নিয়ে আবারও ইতিহাসে আবির্ভূত হবে। পুঁজির শোষণ ও শাসনমুক্ত একটি সভ্য মানবিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন মার্ক্স ও লেনিন। সেটা এখনও আরাধ্য। তা অর্জনে লুটেরা পুঁজিতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের কোনো বিকল্প নেই। এ সংগ্রামে লেনিন শুধু প্রাসঙ্গিক নন, জরুরিও বটে। লেনিনের জন্মদিনে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।
ড. আখতার সোবহান মাসরুর: লেখক ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা