Samakal:
2025-03-03@20:08:21 GMT

অবয়বের প্রতিধ্বনি

Published: 23rd, January 2025 GMT

অবয়বের প্রতিধ্বনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বুক চিতিয়ে হাতে হাত রাখা সাহসী কয়েকজন তরুণ-তরুণীর মিছিল নিয়ে গড়া রাজু স্মৃতি ভাস্কর্য কিংবা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের ভাস্কর শ্যামল চৌধুরীর কথা আপনাদের মনে আছে? 
আমাদের দেশের সমকালীন ভাস্করদের মধ্যে বিশেষ করে বাস্তবানুগ ভাস্কর্যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাঁর পরিশ্রমী সৃজন দিয়ে। আমাদের দুর্ভাগ্য, কভিড মহামারিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে এই সৃজনী ক্ষমতাধর ভাস্কর তাঁর কর্মসক্ষমতা হারিয়েছেন! অতি সম্প্রতি তাঁর আগের কিছু ভাস্কর্য এবং অঙ্কন দেখার বিরল একটা সুযোগ হয়েছিল দর্শকদের।
‘অবয়বের প্রতিধ্বনি’ শিরোনামে বাংলাদেশের কৃতী এই ভাস্করের একক ভাস্কর্য ও অঙ্কন প্রদর্শনীর ঘরোয়া আয়োজন হয়েছিল। শ্যামলীতে অ্যাম্ব্রোসিয়া নামের অ্যাপার্টমেন্ট ভবনে তাঁর থাকার জায়গার ঠিক পাশেই ভাস্করের বড় কন্যার আবাসনের কক্ষগুলো সেজে উঠেছিল তাঁর ভাস্কর্য ও অঙ্কনে। শ্যামল চৌধুরীর ছোট কন্যা শিল্পী রূপকল্পা চৌধুরীর কিউরেটিংয়ে ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের এই আয়োজন চলেছে। ভাস্করের সৃজনকর্মের ভক্ত এবং তাঁর সমসাময়িক অগ্রজ-অনুজ শিল্পী, সংস্কৃতিসেবী, এমনকি শিক্ষকরাও হাজির হয়ে দেখে এসেছেন ভাস্কর শ্যামল ও তাঁর কাজগুলো। আমি দেখছি আর মনে করছি গত শতকের পুরো আশির দশকের স্মৃতি! আমরা পড়েছি চারুকলায়, থেকেছি ঢাকা নিউমার্কেটের পেছনের শাহনেওয়াজ ভবনে। ছাত্রাবাসের নিচতলায় ৩ নম্বর কক্ষে থাকতেন শ্যামল চৌধুরী। এই কক্ষে আরও থাকতেন তাঁর সহপাঠী প্রয়াত ভাস্কর মৃনাল হক ও আমার সহপাঠী অশোক কর্মকার। একই কক্ষে পরে বসবাস করেছেন শিল্পী ধ্রুব এষ। সেই সূত্রে ৩ নম্বর রুম ছিল আমাদের সৃজন, আলাপ আর আড্ডার একটা উপযুক্ত স্থান।
ছেলেবেলা থেকেই ভাস্কর শ্যামল চৌধুরীর ছবি আঁকার ঝোঁক ছিল। এলাকার উন্নত সাংস্কৃতিক পরিবেশে তিনি সংগীতচর্চাও করেছেন। তাঁর কাছে শুনেছি নিজ এলাকার এক উচ্চাঙ্গসংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দ্বিতীয় স্থান লাভ করেছিলেন, প্রথম হয়েছিলেন বরেণ্য সংগীতশিল্পী মিতালী মুখার্জি! ছাত্রজীবনে তিনি বিপ্লবী কমিউনিস্ট নেতা মণি সিংহকে সঙ্গ দিয়েছেন ও তাঁর দেখভালের দায়িত্ব পালন করেছেন।
১৯৬১ সালে নেত্রকোনায় তাঁর জন্ম। স্থানীয় স্কুল থেকে ১৯৭৭ সালে এসএসসি পাস করে ঢাকায় এসে চারুকলায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং ভর্তি হন।
শিক্ষার্থী জীবনেই শ্যামল চৌধুরীর ড্রয়িংয়ের হাত ছিল ভালো। তাঁর সহপাঠীদের মধ্যে চারুকলার অধ্যাপক শিশির ভট্টাচার্য, জার্মানপ্রবাসী শিল্পী মুর্শিদা আরজু আল্পনা, যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী মাসুদুল হাসান গামাসহ অনেকের অঙ্কনদক্ষতা আমরা প্রত্যক্ষ করেছি। তাদের মধ্যে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার তুমুল প্রতিযোগিতা দেখেছি। তাদের অনেকের সঙ্গে আমিও আউটডোরে স্কেচ ও জলরঙের কাজ করতে গেছি আর সবিস্ময়ে লক্ষ্য করেছি– কাজের প্রতি নিষ্ঠা ও ঐকান্তিকতায় অর্জিত দক্ষতায় তারা কত সহজে একের পর এক ছবি এঁকে শেষ করছেন!
আমরা শিক্ষকদের কাছে শিখতাম যতটুকু, প্রায়োগিক ক্ষেত্রে তারও বেশি শিখেছি অগ্রজ শিল্পশিক্ষার্থীদের কাছ থেকে।
শিল্পী শিশির ভট্টাচার্য ও শ্যামল চৌধুরী আমাকে মাঝেমধ্যে ড্রয়িং দেখাতেন। বিশেষ করে হিউম্যান ফিগারের অ্যানাটমি বিশ্লেষণের সূত্র যা শিখেছি, সেটি তাদের হাত ধরেই। তখন থেকেই দেখেছি অঙ্কনে শিল্পী শ্যামল চৌধুরীর বিশেষ ঝোঁক ও পারদর্শিতা। এই অঙ্কনদক্ষতাকে ত্রিমাত্রিক রূপে ফুটিয়ে তোলার প্রবল ইচ্ছেয় তিনি চারুকলার ভাস্কর্য বিভাগে ভর্তি হন। এরপর ভাস্কর হিসেবে তাঁর উত্থানপর্বের ক্রমবিকাশ।
শ্যামলের আরেকটি ভূমিকা পালনের খবর অনেকে জানেন না। ছাত্রজীবনে তিনি বিপ্লবী কমিউনিস্ট নেতা মণি সিংহকে সঙ্গ দিয়েছেন ও তাঁর দেখভালের দায়িত্ব পালন করেছেন।
চারুকলার শিক্ষার্থীদের আঁকা ও গড়া নির্বাচিত শিল্পকর্ম নিয়ে বার্ষিক চিত্র প্রদর্শনী হয়। তাতে নানা মাধ্যমে ভালো কাজের জন্য পুরস্কার প্রদানের রেওয়াজ রয়েছে। আশির দশকে দেখেছি শ্যামল চৌধুরী ভাস্কর্য বিভাগে শ্রেণি পুরস্কার থেকে শুরু করে ভাস্কর্য মাধ্যমে সেরা পুরস্কার পেয়েছেন। ১৯৮৩ সালে তিনি চারুকলার স্নাতক পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন এবং স্নাতকোত্তর পর্বে পাঠ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করে পুরোদস্তুর পেশাদার ভাস্কর হিসেবে আবির্ভূত হন। একে একে গড়ে তোলেন বৃহৎ আঙ্গিকের বহিরাঙ্গন ভাস্কর্য। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য আরেকটি অসামান্য সৃষ্টি।
১৯৯২ সালে টিএসসি-সংলগ্ন এলাকায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর সন্ত্রাসবিরোধী মিছিলে থাকা ছাত্রনেতা মঈন আহমেদ রাজু অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছাত্র-শিক্ষকসহ সবার আর্থিক অংশগ্রহণে অকুতোভয় রাজুর স্মরণে শিল্পী ও ভাস্কর শ্যামল চৌধুরী টিএসসি সড়কদ্বীপে রাজু স্মৃতি ভাস্কর্য গড়ে তোলেন। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ভ স কর ভ স কর য চ র কল র কর ছ ন

এছাড়াও পড়ুন:

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। গত ২৬ ফেব্রুয়ারি এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের বলা বলছে, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূত্রাপুর, ঢাকার নাম পরিবর্তন করে রাখা হয়েছে কারকুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকার নাম পরিবর্তন করে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা, ১৬ নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, নারায়ণগঞ্জ পরিবর্তন করে ১৬ নং পাইকপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাংশা, রাজবাড়ীর নাম পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, গাজীপুরের নাম পরিবর্তন করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।

আরও পড়ুনআজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে০২ মার্চ ২০২৫

চর সতরাজ শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশালের নাম পরিবর্তন করে চর সতরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পিরোজপুর বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, পিরোজপুরের নাম পরিবর্তন করে পশ্চিম পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামইরহাট, নওগাঁর নাম পরিবর্তন করে জগৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁর নাম পরিবর্তন করে নাদৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

আরও পড়ুনশেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত১৬ জানুয়ারি ২০২৫

একইভাবে ড. এম এ ওয়াজেদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুরের নাম পরিবর্তন করে সুবর্ণপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুর, ময়মনসিংহের নাম পরিবর্তন করে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহের নাম পরিবর্তন করে ভালুক চাপড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া, মৌলভীবাজারের নাম পরিবর্তন করে কুলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুরের নাম পরিবর্তন করে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোলোপাড়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, পঞ্চগড়ের নাম পরিবর্তন করে ডোলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, পঞ্চগড়ের নাম পরিবর্তন করে রাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাগনভূঞা, ফেনীর নাম পরিবর্তন করে পশ্চিম করমূল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।
মুজিব রাসেল বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিরা, শরীয়পুরের নাম পরিবর্তন করে হরিয়াসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতার কান্দি বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর, কিশোরগঞ্জের নাম পরিবর্তন করে নিতার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, কিশোরগঞ্জের নাম পরিবর্তন করে বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইলের নাম পরিবর্তন করে দক্ষিণ সোনামুই সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

আরও পড়ুনএবার নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ শেখ পরিবারের নাম১১ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চর মোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইলের নাম পরিবর্তন করে চর মোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেশরত্ন শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইলের নাম পরিবর্তন করে লক্ষ্মীপুর ডগাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ রেহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইলের নাম পরিবর্তন করে চাতুটিয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইলের নাম পরিবর্তন করে আজগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু সেতু পূর্ব পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূঞাপুর, টাঙ্গাইলের নাম পরিবর্তন করে যমুনা সেতু পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, খুলনার নাম পরিবর্তন করে খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ১০ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনএকাদশের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার, আবেদন যেভাবে২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ পরিবারের নাম আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে বাদ
  • মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ 
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যানচলাচল স্বাভাবিক, কয়েকটি কারখানায় ছুটি
  • গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে মহাসড়ক অবরোধ, ভাঙচুর-অগ্নিসংযোগ
  • জামালপুরে ট্রেন চলাচল স্বাভাবিক
  • ২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
  • ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন 
  • মাটি কামড়ে নিজের পেশায় টিকে আছেন ময়মনসিংহের মৃৎশিল্পীরা
  • তিন বছরে কাজ হয়েছে ৫৫ শতাংশ, দ্রুত চালুর দাবি এলাকাবাসীর